পানিহাটি, 6 জুলাই: সাধারণ ওয়ার্ডেই কোভিড আক্রান্ত (Covid Positive) বৃদ্ধাকে ভর্তির অভিযোগ ৷ প্রতিবাদে ওয়ার্ডের বাইরে বেরিয়ে বিক্ষোভ দেখালেন অন্যান্য রোগী ও তাঁদের পরিবারের আত্মীয়রা ৷ যদিও, যে বৃদ্ধাকে ভর্তি করা নিয়ে বিতর্ক, তাঁর মেয়ের দাবি, তাঁর মা করোনায় (Coronavirus) আক্রান্ত হয়েছিলেন 10 দিন আগে ৷ সেই সময় তাঁর চিকিৎসাও করানো হয়েছিল বেসরকারি হাসপাতালে ৷ কিন্তু, সুস্থ হওয়ার পর আবার পেটের সমস্যা দেখা দেয় তাঁর ৷ সেই কারণেই মঙ্গলবার রাতে ওই বৃদ্ধাকে পানিহাটি রাজ্য সাধারণ হাসপাতালে (Panihati State General Hospital) ভর্তি করা হয় ৷
মঙ্গলবার গভীর রাতে হাসপাতাল চত্বরে গিয়ে দেখা গেল, হাত স্যালাইনের বোতল নিয়ে ওয়ার্ডের বাইরে ভিড় করে দাঁড়িয়ে রয়েছেন রোগীরা ৷ কয়েকজন রোগীর আত্মীয়কেও সেখানে অপেক্ষা করতে দেখা যায় ৷ তাঁদের সকলেরই অভিযোগ, করোনা আক্রান্ত এক বৃদ্ধাকে তাঁদের সঙ্গে একই ওয়ার্ডে ভর্তি করা হয়েছে ৷ তাই সংক্রমণের আশঙ্কায় ওয়ার্ড ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য হয়েছেন তাঁরা ৷
আরও পড়ুন:Corona Update in Bengal: রাজ্যে একদিনে করোনা আক্রান্ত প্রায় 2 হাজার, মৃত আরও 3