হাবরা, 12 নভেম্বর : বুধবার থেকে রাজ্যে চালু হয়েছে লোকাল ট্রেন । রেলের পক্ষ থেকে 15 দফা নির্দেশিকা জারি করা হয়েছিল । প্রথম দিন নজরদারি থাকলেও রাত পোহাতেই শিকেয় সব নজরদারি । নেই থার্মাল চেকিং, প্লাটফর্মে দেদার খোলা হকারদের দোকান । টিকিট কাউন্টারেও ভিড় । দাঁড়িয়ে দেখছে রেল পুলিশ । ETV ভারতের ক্যামেরায় ধরা পড়ল সেই ছবি ।
শিয়ালদা বনগাঁ শাখার অন্যতম গুরুত্বপূর্ণ রেল স্টেশন হাবরা । প্রতিদিন কয়েক হাজার মানুষ এই স্টেশন থেকে ট্রেন ধরে কর্মস্থানে যান । বুধবার ট্রেন চালু হওয়ার দিন চোখে পড়ার মতো নজরদারি ছিল । কিন্তু রাত পোহাতেই বেমালুম উধাও সমস্ত বিধি নিষেধ । হাবরা স্টেশনে তিনটি প্লাটফর্ম রয়েছে । দু'পারে দু'টি আলাদ টিকিট কাউন্টার । স্টেশনের দ্বিতীয় প্রবেশপথে রয়েছে একটা ফুটব্রিজ । আজ তিন নম্বর প্লাটফর্মের পাশে দ্বিতীয় প্রবেশপথের ফুটব্রিজে নজরদারির জন্য কোনও পুলিশকর্মী ছিলেন না । পাশের টিকিট কাউন্টারেও ছিল না সামাজিক দূরত্ববিধি মানার কোনও বৃত্ত । ফলে কোনও চেকিং ছাড়া অবাধে ওই ফুটব্রিজ দিয়ে যাত্রীরা স্টেশনে ঢুকে পড়ছেন । আর তাতে স্থানীয় বাসিন্দারা উদ্বিগ্ন । স্থানীয় বাসিন্দা দেবব্রত দাস বলেন, "রেলের তরফ থেকে নজরদারি বা থার্মাল চেকিংয়ের কথা বলা হয়েছিল । কিন্তু আমরা দেখছি সেটা হচ্ছে না । রেলপুলিশ বা RPF-র কোনও নজরদারি নেই । আমরা স্টেশন কর্তৃপক্ষকে মৌখিকভাবে বলেছি । প্রয়োজনে লিখিতভাবেও জানাব ।"