বারাসত, 15 অগাস্ট : সকলেই কোরোনা পজিটিভ ৷ তবে উপসর্গহীন ৷ রয়েছেন বারাসত স্টেডিয়ামের সেফ হোমে ৷ এরকমই নয়জন কোরোনায় আক্রান্ত রোগী সামাজিক দূরত্ব বজায় রেখেই পালন করল স্বাধীনতা দিবস ৷ হোমেই জাতীয় পতাকা উত্তোলনের পর জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় ৷ কোরোনায় আক্রান্ত হওয়ার পর থেকে একপ্রকার সমাজের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ৷ এই পরিস্থিতিতে স্বাধীনতা দিবস উদযাপন করতে পেরে আপ্লুত সেফ হোমের ওই নয়জন কোরোনায় আক্রান্ত রোগী ৷
স্বাধীনতা দিবসে সেফ হোমে জাতীয় পতাকা উত্তোলন কোরোনা আক্রান্তদের - barasat safe home
সেফ হোম পরিচালনার দায়িত্বে থাকা আধিকারিকের সাহায্যে সেফ হোমেই স্বাধীনতা দিবস পালন করল কোরোনায় আক্রান্ত রোগীরা ৷ বারাসতের একটি সেফ হোমে নয়জন কোরোনায় আক্রান্ত রোগী স্বাধীনতা দিবস পালন করেন ৷
দেশজুড়ে আজ উদযাপিত হয় 74তম স্বাধীনতা দিবস ৷ সারা দেশ যখন বিশেষ এই দিনটি নিজের মতো করে পালন করতে ব্যস্ত,তখন সেফ হোমে থাকা উপসর্গহীন সংক্রমিত নয়জন রোগীও চুপ করে বসে থাকতে পারেননি ৷ তাঁরাও গোঁ ধরেন স্বাধীনতা দিবস উদযাপন করবেন ৷ কিন্তু কিভাবে হবে প্রস্তুতি ৷ সেফ হোমের বাইরে যাওয়া তো বারন ৷ তখনই বিষয়টি সেফ হোম পরিচালনার দায়িত্বে থাকা প্রশান্ত করকে বিষয়টি জানানো হয় ৷ তাঁর উদ্যোগে রাতেই চলে আসে যাবতীয় সরঞ্জাম ৷
আজ সেফ হোমের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন কোরোনায় আক্রান্তদের মধ্যে প্রবীণ একজন ৷ আওয়াজ উঠে ভারত মাতা কি জয় ৷ সামাজিক দূরত্ববিধি মেনেই পালন করা হয় আজকের দিনটি ৷ এনিয়ে কোরোনায় আক্রান্ত ওই ব্যক্তি বলেন, "আজকের দিনটি ভারতবাসীর কাছে গর্বের ও আনন্দের ৷ স্বাধীনতা দিবস পালন করে আমরাও সেফ হোমে সেই আনন্দ উপভোগ করলাম ৷" সেফ হোমে থেকেও স্বাধীনতা দিবস উদযাপন করতে পাড়ায় সেফ হোম কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন তাঁরা ৷