পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Diamond Harbour Shootout Case : ডায়মন্ডহারবার গুলিকাণ্ডে ধৃতদের পুলিশি হেফাজত - court gives police custody to the suspects of diamond harbour shoot out case

শুক্রবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে ডায়মন্ডহারবার গুলিকাণ্ডে গতকাল তিন জনকে গ্রেফতার করেছিল পুলিশ (Shoot out due to TMC inner clash )। শনিবার অভিযুক্ত সৌরিশ দে, বুদ্ধদেব চিত্রকর ওরফে ডোঙা এবং রাজেশ পান্ডেকে আপাতত 10 দিনের পুলিশি হেফাজতে পাঠালেন বিচারক ৷

arrested in Diamond Harbor shootout
ডায়মন্ড হারবার গুলিকাণ্ডে ধৃতদের পুলিশি হেফাজত

By

Published : Dec 18, 2021, 3:43 PM IST

Updated : Dec 18, 2021, 6:35 PM IST

ডায়মন্ড হারবার, 18 ডিসেম্বর : শুক্রবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে ডায়মন্ডহারবার গুলিকাণ্ডে গতকাল তিনজনকে গ্রেফতার করেছিল পুলিশ (Shoot out due to TMC inner clash )। ধৃতদের শনিবার ডায়মন্ডহারবার মহকুমা আদালতে তোলা হয় । অভিযুক্ত সৌরিশ দে, বুদ্ধদেব চিত্রকর ওরফে ডোঙা এবং রাজেশ পান্ডেকে আপাতত 10 দিনের পুলিশি হেফাজতে পাঠালেন বিচারক ৷

ডায়মন্ডহারবার গুলিকাণ্ডে পুলিশি হেফাজতে তিন অভিযুক্ত

জানা গিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 341, 326 এবং 307 ধারা-সহ অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে । ধৃতরা সকলেই ডায়মন্ডহারবার পৌরসভা এলাকার বাসিন্দা । পুলিশ সূত্রে খবর, তাঁদের জিজ্ঞাসাবাদ করে আরও দু‘জনের খোঁজ মিলেছে ৷ শনিবার সকালেও ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী । গতকাল রাতে ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছিল একটি বন্দুক । অন্যদিকে আহত তৃণমূল কর্মীর অবস্থা আপাতত স্থিতিশীল ৷

আরও পড়ুন :ভাতারে নাবালিকাকে গণধর্ষণ, অভিযুক্ত যুবকের পুলিশ হেফাজত

খবর অনুযায়ী, জিজ্ঞাসাবাদ এবং তদন্ত এগিয়ে নিয়ে যেতে আজ ধৃতদের 14 দিনের পুলিশি হেফাজতের জন্য আবেদন করেছিল ডায়মন্ডহারবার থানার পুলিশ । তবে আপাতত, 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ৷ প্রসঙ্গত, শুক্রবার রাতে ডায়মন্ডহারবার পৌরসভার 12 নম্বর ওয়ার্ডে সন্ধ্যেবেলা এক তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালায় কয়েক জন দুষ্কৃতী । এই ঘটনায় প্রকাশ্যে চলে আসে তৃণমূলের গোষ্ঠী কোন্দল । গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর নাম বিশাল খেয়ারী ৷ অন্যদিকে ধৃত সৌরিশ দে-ও তৃণমূলের সক্রিয় কর্মী বলেই জানা গিয়েছে । গুলি চালানোর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ।

Last Updated : Dec 18, 2021, 6:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details