সোদপুর, 29 সেপ্টেম্বর : সোদপুরে ফ্ল্যাট থেকে আজ সকালে উদ্ধার হয় দম্পতির মৃতদেহ ৷ এলাকায় কারও সঙ্গে তাঁদের সেরকম যোগাযোগ ছিল না ৷ তিনদিন তাঁদের বাড়ির দরজা বাইরে থেকে বন্ধ ছিল ৷ আজ দুর্গন্ধ পেয়ে প্রতিবেশীরা খড়দা থানায় খবর দেন ৷ পুলিশ এসে দরজা ভেঙে দম্পতির মৃতদেহ উদ্ধার করে ৷
ঘরে এসে দেখা যায় , তাঁদের ঘরের আলমারি খোলা ৷ ওলট পালট হয়ে আছে ঘরের জিনিসপত্র ৷ মেঝের উপর পড়ে আছেন দম্পতি ৷ মৃতদেহে পচন ধরেছে ততক্ষণে ৷