পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সোদপুরে উদ্ধার দম্পতির মৃতদেহ , খুনের অনুমান পুলিশের - সোদপুরে উদ্ধার দম্পতির মৃতদেহ , পুলিশের প্রাথমিক অনুমান খুন!

তিনদিন তাঁদের বাড়ির দরজা বাইরে থেকে বন্ধ ছিল ৷ আজ দুর্গন্ধ পেয়ে প্রতিবেশীরা খড়দা থানার পুলিশকে খবর দেন ৷ ঘরে এসে দেখা যায় , তাঁদের ঘরের আলমারি খোলা ৷ ওলট পালট হয়ে আছে ঘরের জিনিসপত্র ৷ মেঝের উপর পড়ে আছেন দম্পতি ৷ মৃতদেহে পচন ধরেছে ততক্ষণে ৷

murder

By

Published : Sep 29, 2019, 5:10 PM IST

সোদপুর, 29 সেপ্টেম্বর : সোদপুরে ফ্ল্যাট থেকে আজ সকালে উদ্ধার হয় দম্পতির মৃতদেহ ৷ এলাকায় কারও সঙ্গে তাঁদের সেরকম যোগাযোগ ছিল না ৷ তিনদিন তাঁদের বাড়ির দরজা বাইরে থেকে বন্ধ ছিল ৷ আজ দুর্গন্ধ পেয়ে প্রতিবেশীরা খড়দা থানায় খবর দেন ৷ পুলিশ এসে দরজা ভেঙে দম্পতির মৃতদেহ উদ্ধার করে ৷

ঘরে এসে দেখা যায় , তাঁদের ঘরের আলমারি খোলা ৷ ওলট পালট হয়ে আছে ঘরের জিনিসপত্র ৷ মেঝের উপর পড়ে আছেন দম্পতি ৷ মৃতদেহে পচন ধরেছে ততক্ষণে ৷

স্থানীয়রা বলেন, মৃত ব্যক্তির নাম সৌমিত্র মুখার্জি (55) ৷ তিনি কিংবা তাঁর স্ত্রী পাড়ার কারও সঙ্গে মিশতেন না ৷ ফলে সৌমিত্র মুখার্জির স্ত্রীর নাম তাঁরা জানেন না ৷

মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ ৷ মৃতদেহ ছিল ঘরের ভেতর ৷ কিন্তু ঘরের দরজা বাইরে থেকে বন্ধ ছিল ৷ কোনও ব্যক্তি তাঁদের ঘরে লুটের উদ্দেশ্যে এসে তাঁদের খুন করে পালিয়ে গেছে বলেই পুলিশের প্রাথমিক অনুমান ৷ তদন্ত করছে খড়দা থানার পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details