বারাসত, 7 এপ্রিল : কোরোনা সংক্রমণ রোধে জীবাণুমুক্ত ও পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা জরুরি । তাই প্রশাসনের তরফে সর্বত্র জীবণুনাশক স্প্রে করা হচ্ছে । কিন্তু বারাসতের ছবিটা খানিকটা অন্যরকম । সেখানে জীবাণুনাশক তো দূরের কথা । চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চায়ের কাপ থেকে শুরু করে প্লাস্টিকের বোতল-সহ বিভিন্ন বর্জ্য পদার্থ । অথচ বিষয়টি জানেনই না স্থানীয় কাউন্সিলর তন্নিষ্ঠা খাসনবিশ । আজ এমনই দাবি করেন তিনি ।
বারাসত পৌরসভার 11 নম্বর ওয়ার্ড । এই ওয়ার্ডের নপাড়া রবীন্দ্র রোডের পাশের গলিতে গেলেই দেখা যাবে, যত্রতত্র পড়ে রয়েছে আবর্জনা । অভিযোগ, বিষয়টি নিয়ে এলাকার কাউন্সিলরকে বার বার জানানো হয়েছে । তাঁর আশ্বাস সত্ত্বেও পরিষ্কার করা হয়নি এলাকা । তাই তাঁর ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী । তাঁরা জানান, "প্রশাসনের তরফে কোরোনা নিয়ে মানুষকে সচেতন ও সতর্ক করা হচ্ছে । পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে বলা হচ্ছে । কিন্তু পৌরসভা বা কাউন্সিলরই যদি এলাকার পরিচ্ছন্নতার দিকে নজর না দেন তাহলে মানুষকে সচেতন করতে প্রচার করে কী লাভ ? কাউন্সিলরকে জানিয়েও কোনও কাজ না হওয়ায় আমরা বিষয়টি পৌরপ্রধানের নজরে আনব ঠিক করেছি ।"