ব্যারাকপুর, 13 জুলাই : চলতি বছরের মে'তে একাধিক কাউন্সিলর সহ BJP-তে যোগ দিয়েছিলেন কাঁচরাপাড়া পৌরসভার চেয়ারম্যান সুদামা রায় । বোর্ড গঠন করে BJP । দু'মাস কাটতে না কাটতেই ফের তৃণমূলে ফিরলেন চেয়ারম্যান সহ 14 কাউন্সিলর । এনিয়ে ব্যারাকপুরের BJP সাংসদ অর্জুন সিং বলেন, "এখানের যে চেয়ারম্যান আছেন, তাঁর বাড়ি বিহারেও আছে । বিহারে BJP-র রাজ আছে ।" স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য, এটা তো রীতিমতো হুমকি । তৃণমূলে ফিরে আসায় চেয়ারম্যানকে হুমকির মুখে পড়তে হচ্ছে ।
14 জন কাউন্সিলর তৃণমূলে যোগ দেওয়ায় 24 ওয়ার্ডের কাঁচরাপাড়া পৌরসভায় সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তৃণমূল । এর ফলে, হালিশহরের মতো কাঁচরাপাড়া পৌরসভাও তৃণমূল পুনর্দখল করল । যদিও অর্জুনের দাবি, কাঁচরাপাড়া পৌরসভায় খুব শীঘ্রই অনাস্থা প্রস্তাব আনা হবে । তাঁর বক্তব্য, "অনাস্থা প্রস্তাব নিয়ে এসে ভোট করিয়ে আমরা বোর্ডটা নিয়ে নেব । বোর্ড BJP-র হাতে থাকবে ।" যে কাউন্সিলররা BJP ছাড়লেন, তাঁদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে ? অর্জুন বলেন, "মানুষ কর্মসূচি পালন করবে । আমরা কী নেব ?"
এই সংক্রান্ত আরও খবর :তৃণমূলে ফিরলেন পাঁচ কাউন্সিলর, কাঁচরাপাড়ায় নতুন সমীকরণ ?