হাবড়া, 20 অক্টোবর: কাউন্সিলরের ফাঁকা বাড়িতে বিধ্বংসী আগুন লাগানোর ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায় । আগুনে পুড়ে গিয়েছে বাড়ির আসবাব-জিনিসপত্র, চার চাকা গাড়ি ও মোটরবাইক । বুধবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার হাবড়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ সাহার প্রফুল্লনগরের বাড়িতে । খবর পেয়ে দমকলের দু'টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে ।
পরিবারের সদস্যদের অনুমান দুষ্কৃতীরা বাড়ি ফাঁকা পেয়ে পরিকল্পিতভাবে লুঠপাঠ চালিয়ে আগুন লাগিয়ে দিয়েছে । শুধুই কী লুঠপাঠ করে প্রমাণ লোপাটের জন্য এই ঘটনা, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে খতিয়ে দেখছে পুলিশ ।
জানা গিয়েছে, বিশ্বজিৎ সপরিবারে গত সোমবার পুরীতে ঘুরতে গিয়েছেন । বাড়ি কার্যত ফাঁকা ছিল । স্থানীয়রা মধ্যরাতে বিশ্বজিতের বাড়িতে আগুন দেখতে পেয়ে দমকল ও হাবড়া থানার পুলিশকে খবর দেয় । তারা নিজেরাও আগুন নেভানোর চেষ্টা করে । খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন ও হাবড়া থানার পুলিশ । প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা (Councillor house allegedly looted and set on fire in Habra) ।