বারাসত, 7 জুন : করোনার টিকাকরণ নিয়ে দুর্নীতি ও দলবাজি চলছে ৷ এই অভিযোগ তুলে সোমবার বারাসতে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ দেখালেন বিজেপির কর্মী ও সমর্থকরা ৷ প্ল্য়াকার্ড হাতে নিয়ে বেশ কিছুক্ষণ ধরে চলে এই বিক্ষোভ ৷ পরে, বিজেপির জেলা নেতা অনুপ দাসের নেতৃত্বে একটি প্রতিনিধিদল মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে এ বিষয়ে স্মারকলিপি জমা দেয় ৷ যদিও বিষয়টি এড়িয়ে গিয়েছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক তাপসকুমার রায় ৷
করোনার সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে শুরু হয়েছে টিকাকরণ ৷ ব্যতিক্রম নয় পশ্চিমবঙ্গও ৷ অথচ, এই টিকাকরণ নিয়েই উঠেছে বিস্তর অভিযোগ ৷ কোথাও দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও টিকা না পাওয়ার অভিযোগ, আবার কোথাও টিকার প্রথম ডোজ মিললেও দ্বিতীয় ডোজের ক্ষেত্রে হয়রানির অভিযোগ উঠেছে ৷ ফলে টিকাকরণ নিয়ে দুর্ভোগ, হয়রানির শেষ নেই আমজনতার ৷ যদিও এই নিয়ে রাজ্য সরকার বারবার কেন্দ্রীয় সরকারের কোর্টেই বল ঠেলেছে ৷ স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যাপ্ত টিকা না পাঠানোর অভিযোগ তুলে সরব হয়েছেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ৷
এসবের মধ্যেই এবার টিকাকরণ নিয়ে দুর্নীতি এবং দলবাজির অভিযোগ তুলে পথে নামলেন গেরুয়া শিবিরের কর্মী ও সমর্থকরা ৷ এই ইস্যুতে এদিন দুপুরে বারাসতে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ দেখান তাঁরা ৷ চলে স্লোগানও ৷