বাগদা, 13 ডিসেম্বর: প্রধানমন্ত্রী আবাস যোজনার (Awas Yojana) ঘরের সার্ভেতে গিয়ে বিজেপি নেতার হুমকির মুখে পড়তে হল আইসিডিএস কর্মীদের । এমনটাই অভিযোগ করেছেন তাঁরা ৷ বাড়িতে পাকা ঘর, মটর সাইকেল, টোটো গাড়ি, টিভি, ফ্রিজ সব রয়েছে ৷ তা সত্ত্বেও সার্ভে করতে যাওয়া আইসিডিএস ও আশা কর্মীদের দিয়ে জোরপূর্বক মিথ্যা তথ্য লিখিয়ে নেওয়ার অভিযোগ ।
আর এই অভিযোগ উঠেছে উত্তর 24 হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের বিজেপি নেতা বিপুর রায়ের বিরুদ্ধে । বিডিও'র কাছে অভিযোগ দায়ের করেছে আশা কর্মী ও আইসিডিএস কর্মীরা । যদিও অভিযোগ অস্বীকার করেছে বিপুল ।
জানা গিয়েছে, বিপুল রায়ের দাদা বিপ্লবের নাম আবাস যোজনা ঘরের তালিকায় উঠেছে । চলতে মাসের 7 তারিখে তার সার্ভে করতে যান তিন আশা কর্মী ও আইসিডিএস কর্মী নিভারানি মৈত্র, রিঙ্কু মণ্ডল ও রেবা বাইন । অভিযোগ, বাড়িতে পাকা ঘর, মটর সাইকেল, টোটো গাড়ি, টিভি, ফ্রিজ থাকা সত্ত্বে বিপুল সার্ভে করতে যাওয়া আইসিডিএস ও আশা কর্মীদের হুমকি দিয়ে জোরপূর্বক মিথ্যা তথ্য লিখতে বাধ্য করে । পরবর্তীতে 8 তারিখে বাগদার বিডিও'র কাছে অভিযোগ দায়ের করেন ওই তিন আশা কর্মী ও আইসিডিএস কর্মী (Corruption Complain in Awas Yojana against BJP leader ) ।