বাগদা, 16 জুন : উত্তর ২৪ পরগনা জেলা স্বাস্থ্যবিভাগের নির্দেশে গ্রামীণ হাসপাতালেও সোয়াব পরীক্ষা শুরু হল । গতকাল থেকে নমুনা সংগ্রহ শুরু হয়েছে । সব মিলিয়ে মোট 20জনের নমুনা সংগ্রহ করা হয়েছে ।
এতদিন উত্তর 24 পরগনার গ্রামীণ হাসপাতালগুলিতে সোয়াব পরীক্ষার ব্যবস্থা ছিল না । কোরোনা সংক্রমণের সন্দেহজনক ব্যক্তিদের পাঠানো হত বড় হাসপাতালে । ফলে র্যাপিড টেস্ট অধরাই ছিল এতদিন । বাগদা গ্রামীণ হাসপাতাল ও চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে শুরু হল সোয়াব পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ ।
জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক তপন সাহা জানিয়েছেন, আগে বিকল্পভাবে নমুনা সংগ্রহ করা হত । এইবার থেকে জেলার সমস্ত গ্রামীণ হাসপাতাল ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলিতেও নমুনা সংগ্রহ করা যাবে । বাগদা ও চাঁদপাড়ায় চালু করা হয়েছে । ধীরে ধীরে সব গ্রামীণ হাসপাতালে তা চালু করা হবে ।
জেলা স্বাস্থ্যবিভাগ সূত্রে খবর, ইতিমধ্যেই বাগদা ব্লকে কোরোনা আক্রান্তের সংখ্যা 13 । পরিযায়ী শ্রমিকদের ফেরাতেই আক্রান্তের সংখ্যাটা বেড়েছে বলেই মনে করা হচ্ছে ।
বাগদা গ্রামীণ হাসপাতাল সুত্রে জানা গিয়েছে, লালারসের নমুনা সংগ্রহের জন্য বাগদা গ্রামীণ হাসপাতালের একটা বিল্ডিং ব্যবহার করা হচ্ছে । সেখানে দু'জন চিকিৎসক PPE পরে নমুনা সংগ্রহের কাজ করছেন । নমুনা সংগ্রহ করার বিল্ডিংয়ের বাইরের দিকটা ঢেকে দেওয়া হয়েছে । একটা কাউন্টার করা হয়েছে । সেখানেই কোরোনা সন্দেহজনক ব্যক্তিরা আসছেন । ভিতর থেকে চিকিৎসকরা লালারস সংগ্রহ করছেন ।