পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনা আতঙ্কের জেরে বন্ধ হল অশোকনগরের 2টি পার্ক - মতুয়া মহাসংঘ

কোরোনা আতঙ্কে বন্ধ হয়ে গেল অশোকনগরের 2টি জনপ্রিয় পার্ক ৷ অশোকনগর পৌর কর্তৃপক্ষ গতকাল থেকে আগামী 31 মার্চ অবধি পার্ক বন্ধ রাখার কথা ঘোষণা করছে । কোরোনার কারণে 2 পার্ক বন্ধ হয়ে যাওয়ায় কিছুটা হলেও আর্থিক ক্ষতির মুখে পড়বে পৌরসভা ।

closed two park of ashoknagar
কোরোনা আতঙ্কের জেরে বন্ধ হল অশোকনগরের 2 জনপ্রিয় পার্ক

By

Published : Mar 19, 2020, 8:02 AM IST

Updated : Mar 19, 2020, 12:21 PM IST

অশোকনগর,19 মার্চ : কোরোনা আতঙ্কের জেরে বন্ধ হয়ে গেল অশোকনগরের 2টি জনপ্রিয় বিনোদন পার্ক ৷ অশোকনগর পৌর কর্তৃপক্ষ গতকাল থেকে পার্ক বন্ধ রাখার কথা ঘোষণা করছে ।

জেলার অন্যতম জনপ্রিয় পার্ক হিসেবে পরিচিত অশোকনগরের মিলেনিয়াম পার্ক । শীতের পর্যটনের মরশুম ছাড়াও সারা বছর এই পার্কে ভিড় জমে । মিলেনিয়াম সায়েন্স পার্কের এক কিলোমিটার দূরে রয়েছে সংহতি পার্ক । দু'টি পার্কই অশোকনগর পৌরসভা পরিচালিত । মঙ্গলবার কোরোনা নিয়ে আতঙ্কের জেরে ঠাকুরনগরের ঐতিহ্যবাহী বারুনি মেলা চলতি বছর বন্ধ রাখার কথা ঘোষণা করেছেন সারা ভারত মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতাবালা ঠাকুর । ঠিক তার পরের দিন থেকে অশোকনগর পৌর কর্তৃপক্ষ মিলেনিয়াম সায়েন্স পার্ক ও সংহতি পার্ক বন্ধ রাখার কথা ঘোষণা করল ।

কোরোনা আতঙ্কের জেরে বন্ধ হল অশোকনগরের 2টি পার্ক

অশোকনগর পৌরসভার পৌরপ্রধান প্রবোধ সরকার বলেন, ‘‘কোরোনা আতঙ্কের জেরে আমাদের দুটো পার্ক মিলেনিয়াম সায়েন্স পার্ক ও সংহতি পার্ক বন্ধ করে দেওয়া হল । আপাতত আগামী 31 মার্চ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।’’ অশোকনগর পৌরসভার রাজস্বের অন্যতম উৎস এই দুই পার্ক । কোরোনার কারণে দুই পার্ক বন্ধ হয়ে যাওয়ায় কিছুটা হলেও আর্থিক ক্ষতির মুখে পড়বে পৌরসভা ।

Last Updated : Mar 19, 2020, 12:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details