বারাসত, 4জুলাই : কোরোনা আক্রান্ত74বছরের বৃদ্ধাকে ফেরত পাঠাল সরকারিহাসপাতাল ! কোনও হাসপাতালে ঠাঁই না পেয়ে টানা15ঘণ্টা জল আর অক্সিজেন ছাড়া কাটাতে হলকোরোনা আক্রান্ত এই বৃদ্ধাকে ৷ সমগ্র বিষয়টি ক্ষতিয়ে দেখে ব্য়বস্থা নেওয়ার আশ্বায়দেন সরকারি নোডাল অফিসার।
কোরোনা আক্রান্ত বৃদ্ধার ঠাঁই হল না সরকারি হাসপাতালে
কোরোনা আক্রান্ত বৃদ্ধাকে ভরতি নিল না একাধিক সরকারি হাসপাতাল ৷ টানা 15 ঘণ্টা জল আর অক্সিজেন ছাড়াই অ্যাম্বুলেন্সে কাটাতে হল এই বৃদ্ধাকে ৷
কোরোনাআক্রান্ত74বছরেরবৃদ্ধা সুস্থ হওয়ার পরও কিছু শারীরিক সমস্যা দেখা দেয় ৷ তিনি প্রথমে বারাসতকোরোনা হাসপাতালে ভরতি ছিলেন ৷ শারীরিক অন্য সমস্য়া দেখা দেওয়ায় তাঁকে বারাসতেরকোরোনা হাসপাতাল থেকে স্থানান্তরিত করা হয়েছিল অন্য হাসপাতালে! অভিযোগ,শুক্রবার সন্ধ্যায় যখন ওই রোগীকেঅন্যত্র স্থানান্তরিত করা হয় তখন রোগীর পরিবারের সঙ্গে কোনও রকম আলোচনা করা হয়নি।সম্পূর্ণ অন্ধকারে রেখেই হাসপাতাল কর্তৃপক্ষ এই কাজ করেছে । এমনকি বিষয়টি জানানোরপ্রয়োজনও মনে করেনি তারা ।
পানিহাটি পৌরসভার ঘোলারবাসিন্দা74বছরের ওই বৃদ্ধার ইউরিন ইনফেকশন সহ বুকে জল জমার সমস্যা ছিল।21জুন বৃদ্ধার কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়েটিভ আসে।ওইদিনই তাঁকে বারাসতের কদম্বগাছির কোরোনা হাসপাতালে ভরতি করেন পরিবারের লোকজন। শারীরিককিছু সমস্যা থাকায় আচমকাই রোগীকে অন্যত্র স্থানান্তরিত করে দেওয়া হয় বলে অভিযোগ।সেই কথা পরিবারের লোকজন জানতে পারেন অনেক পরে। এরপরই একের পর এক সরকারি হাসপাতালেরোগীকে নিয়ে হন্যে হয়ে ঘুরতে হয় বলে অভিযোগ।