পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

4 ঘণ্টা পর এল অ্যাম্বুলেন্স, হাবরায় মৃত্যু কোরোনা রোগীর

হাসপাতালের বাইরে দীর্ঘক্ষণ পড়েছিল কোরোনা আক্রান্ত রোগী ৷ অ্যাম্বুলেন্স পৌঁছায় প্রায় 4 ঘণ্টা পর ৷

corona-death-due-to-negligence-at-habra
আসেনি অ্যাম্বুলেন্স, হাবরায় মৃত্যু কোরোনা রোগীর

By

Published : Sep 18, 2020, 4:01 PM IST

হাবরা, 18 সেপ্টেম্বর : হাসপাতালের বাইরে ঘণ্টা চারেক পড়ে রইল কোরোনা রোগী ৷ অভিযোগ, ঠিক সময়ে অ্যাম্বুলেন্স না মেলায় ওই কোরোনা রোগীর মৃত্যু হয় ৷ ঘটনায় পরিজনরা অ্যাম্বুলেন্স পরিষেবার বিরুদ্ধে অভিযোগ তুলেছে ৷ চিকিৎসা ব্যবস্থার গাফিলতি নিয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক তাপসকুমার রায়ের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে ৷

জানা গেছে, ওই কোরোনা আক্রান্ত রোগী হোম আইসোলেশনে ছিলেন ৷ হঠাৎ বৃহস্পতিবার দুপুরে অবস্থার অবনতি হওয়ায় উত্তর 24 পরগনা জেলার হাবরা স্টেট জেনেরাল হাসপাতালে নিয়ে আসেন পরিজনরা ৷ কিন্তু হাসপাতাল থেকে বলে দেওয়া হয় অন্যত্র স্থানান্তর করতে হবে ৷

হাসপাতালের কন্ট্রোলরুমে ফোন করে অ্যাম্বুলেন্স ডাকা হয় ৷ কিন্তু আসতে দেরি করে অ্যাম্বুলেন্স ৷ পরিবারের তরফে জানানো হয়, বেলা সাড়ে 12টা নাগাদ অ্যাম্বুলেন্সের জন্য ফোন করা হয় ৷ সেই অ্যাম্বুলেন্স পৌঁছায় বিকেল 4টে নাগাদ ৷ ততক্ষণ রোগী হাসপাতালের বাইরে স্ট্রেচারে শুয়ে ছিলেন ৷ বিকেল সাড়ে 4টে নাগাদ হাসপাতালের উদ্দেশে রওনা দেওয়ার সময় পথেই তাঁর মৃত্যু হয় ৷

মৃতের ছেলের অভিযোগ, হাসপাতালের বাইরে দীর্ঘক্ষণ ফেলে রাখা হয় ৷ হাসপাতালের পক্ষ থেকে অক্সিজেনের ব্যবস্থা করা হয়েছিল ঠিকই ৷ কিন্তু কোভিড হাসপাতালে নিয়ে যাওয়ার মতো অ্যাম্বুলেন্স ছিল না ৷ কন্ট্রোল রুমে ফোন করেও সঠিক সময়ে মেলেনি অ্যাম্বুলেন্স ৷ যথা সময়ে অ্যাম্বুলেন্স পেলে বিনা চিকিৎসায় মরতে হত না ৷

ঘটনা প্রসঙ্গে তাপসকুমার রায় বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ৷ মৃতের পরিবারের অভিযোগ যদি সত্যি হয় তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ৷

অ্যাম্বুলেন্স পরিষেবা না পাওয়ার অভিযোগ এর আগেও ঘটেছে ৷ সঠিক সময়ে অ্যাম্বুলেন্স পরিষেবা না পেয়ে গত তিন সপ্তাহের মধ্যে 3 কোরোনা আক্রান্তের মৃত্যু হয় ৷ জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে ৷ জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, আজ ঘটনাটির তদন্তে হাবরা হাসপাতালে আসছে জেলা স্বাস্থ্য বিভাগের এক প্রতিনিধি দল ৷

ABOUT THE AUTHOR

...view details