বারাসত, 30 জুন: "দলে কিছু ধান্দাবাজ, সুবিধাবাদী লোক রয়েছে । যারা সবসময় চায় দলকে ভাঙিয়ে নিজের আখের গোছাতে ।" এই রকমই বিস্ফোরক মন্তব্য করে শাসকদলকে বিড়ম্বনায় ফেললেন তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারী। শুক্রবার বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারী উত্তর 24 পরগনার বারাসতে এসেছিলেন আক্রান্ত তৃণমূল কাউন্সিলর দেবব্রত পালকে দেখতে ৷ সেখান থেকেই সরব হন দলের প্রতি ৷ তিনি বলেন, "দলের মধ্যে থেকে যারা অনৈতিক কাজ করবে । দলের ঝান্ডা সামনে রেখে খাওয়ার চেষ্টা করবে, তাঁদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে ।"
প্রসঙ্গত, সম্প্রতি বেআইনি অটো-টোটো রুটের প্রতিবাদ করতে গিয়ে বারাসতের হেলাবটতলা মোড়ে প্রকাশ্যে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছিলেন পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দেবব্রত পাল। আঘাত লাগে তাঁর মাথাতেও । অভিযোগ, এই কাজে প্রত্যক্ষভাবে মদত দিয়েছিলেন এলাকার আইএনটিটিইউসি নেতা অরিন্দম বন্দোপাধ্যায় ওরফে বুড়ো ৷ কাউন্সিলর আক্রান্ত হওয়ার ঘটনার পরপরই তৃণমূলের প্রতিবাদ সভা এবং বিক্ষোভ আন্দোলনে সরগরম হয়ে ওঠে জেলার সদর শহর বারাসত । ইতিমধ্যে এই ঘটনায় ছ'জনকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ । ঘটনায় মূল অভিযুক্ত আইএনটিটিইউসি নেতা অরিন্দম বন্দোপাধ্যায় এখনও অধরা ৷ তাঁর গ্রেফতারের দাবিতে পুলিশের ওপর চাপ দিচ্ছে তৃণমূল নেতারা ।