পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

West Bengal State University: অভিষেকের সভার দিন পরীক্ষার সূচি বদল, বিতর্কে পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়

কলকাতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার দিন পরীক্ষার সূচি বদল করে বিতর্কে জড়ালো পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় (West Bengal State University in controversy)

Etv Bharat
পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়

By

Published : Mar 28, 2023, 11:07 PM IST

Updated : Mar 29, 2023, 12:43 PM IST

বারাসত, 28 মার্চ: তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সভার দিনই পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টারের পরীক্ষা পিছিয়ে গেল ! বুধবারের নির্ধারিত পরীক্ষা সূচি পরিবর্তনের পর এই নিয়ে যথারীতি বিতর্ক দানা বেঁধেছে । এইদিনেই কলকাতার শহিদ মিনারে রয়েছে তৃণমূলের ছাত্র-যুব সমাবেশ ৷ যেখানে মূল বক্তা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee meeting in Kolkata) ৷

ফলে এই পরীক্ষা বাতিল নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনীতির অন্দরে । বিরোধী দলের ছাত্র সংগঠনগুলি ইতিমধ্যে পরীক্ষা পরিবর্তনের পিছনে রাজনৈতিক অভিসন্ধি খুঁজে পাচ্ছে ! যদিও তা মানতে চায়নি তৃণমূল ছাত্র পরিষদ । তাদের দাবি, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সমস্যার জন্যই হয়তো প্রথম সেমিস্টারের পরীক্ষার দিন পরিবর্তন হয়ে থাকতে পারে । এই নিয়ে অযথা রাজনীতি করা হচ্ছে (West Bengal State University) ।

সূত্রের খবর,পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলির অনার্স এবং পাস কোর্সের প্রথম সেমিস্টারের পরীক্ষা হওয়ার কথা ছিল বুধবার । কিন্তু বিএ, বিএসসি, বিকম এই তিনটি স্নাতক স্তরের প্রথম সেমিস্টারের পরীক্ষাই এই নির্দিষ্ট দিনে না হয়ে সূচির পরিবর্তন ঘটেছে । সূচি পরিবর্তিত হয়ে সেই পরীক্ষার দিন ধার্য করা হয়েছে 31 মার্চ অর্থাৎ শুক্রবার । বিষয়টি অবশ্য দু'দিন আগেই বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে । তবে, সেই বিজ্ঞপ্তিতে নির্দিষ্টভাবে কোনও কারণ উল্লেখ নেই । যা নিয়েই এখন জোর চর্চা চলছে ।

এদিকে, যেদিন এই বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টারের পরীক্ষা পিছিয়ে গিয়েছে সেদিনই আবার তৃণমূলের ছাত্র-যুবর সমাবেশ রয়েছে কলকাতার শহিদ মিনারে । তৃণমূলের সভার জন্যই কি বিশ্ববিদ্যালয় ও তাঁদের অধীনস্থ কলেজগুলির পরীক্ষা পিছিয়ে দিতে বাধ্য হল কর্তৃপক্ষ ? যাতে বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলি থেকে পড়ুয়ারা সেই সভায় যোগদান করতে পারেন ? পরীক্ষার সূচি পরিবর্তনের পর এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ওয়াকিবহাল মহলে । বিরোধী ছাত্র সংগঠনগুলিও বিষয়টি নিয়ে দুয়ে দুয়ে চার করতে শুরু করেছে । যদিও এই নিয়ে পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি ৷

আরও পড়ুন:ডিএ-ধরনা মঞ্চের পাশেই তৃণমূলের সমাবেশ, হাইকোর্টের নির্দেশিকা মেনে চলছে প্রস্তুতি

তবে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম । তিনি বলেন,"কেন পরীক্ষার সূচি পরিবর্তন করা হয়েছে সেটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই ভালো বলতে পারবে । তবে,যতটুকু জানি বিশ্ববিদ্যালয়ের কোনও সমস্যা থাকতে পারে । আমার মনে হয়না পরীক্ষা একদিন পরে হলে ছাত্রদের খুব একটা সমস্যা হবে । কেউ কেউ এর পিছনে রাজনীতির রঙ লাগানোর চেষ্টা করছে । তাঁরা খুব একটা সফল হবে না ৷" অন‍্যদিকে,পরীক্ষা পিছনোর সমালোচনা করে তৃণমূলকে নিশানা করেছে আরএসএসের ছাত্র সংগঠন এবিভিপি । এই বিষয়ে সংগঠনের জেলা সহ-সভাপতি উৎপল রায় জানান, পড়ুয়াদের পরীক্ষা নিয়েও ছিনিমিনি করছে শাসকদল । এটা খুবই লজ্জার । রাজনৈতিক সভা রাজনীতির মতো করে হবে । পরীক্ষা হবে পরীক্ষার মতো । এরজন্য বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পিছিয়ে দিতে হবে কেন ? প্রশাসনকে কাজে লাগিয়ে যা খুশি তাই করছে রাজ‍্যের শাসকদল ।

Last Updated : Mar 29, 2023, 12:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details