বারাসত, 26 সেপ্টেম্বর : তৃণমূলের সংখ্যালঘু সেলের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরের অনুষ্ঠানে প্রকাশ্যেই অশ্লীল নাচ ৷ সেই নাচে ভিডিয়ো প্রকাশ্য এলে নিন্দার ঝড় উঠেছে ৷ ভরসন্ধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ব্যানারের সামনেই উদ্দাম নাচের ভিডিয়ো ভাইরাল হল ৷ দত্তপুকুরের কদম্বগাছিতে এমন উদ্দাম নাচের অনুষ্ঠান মঞ্চে স্থানীয় তৃণমূল নেতাদেরও হাজির থাকতে দেখা যায় । সংখ্যালঘু সেলের নেতা মাফুজার রহমান ও সুদর্শন দেব-সহ একাধিক নেতাকে মঞ্চে দেখা যায় ৷ এই ভিডিয়ো সামনে আসায় তৈরি হয়েছে বিতর্ক ৷ সমালোচনা এবং নিন্দার ঝড় উঠেছে সব মহলে । বারাসত- 1 নম্বর ব্লকের সংখ্যালঘু সেলের সভাপতি ও তৃণমূল নেতা মাফুজার রহমানের পদত্যাগের দাবিতে সরব হয়েছেন এলাকার দলীয় নেতা এবং কর্মীরা । সমালোচনায় মুখর হয়েছেন স্থানীয় বাসিন্দারাও ।
গত শুক্রবার সকালে বারাসত-1 নম্বর ব্লক সংখ্যালঘু সেলের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় কদম্বগাছির টাকি রোডের পাশে । সেই রক্তদান শিবিরে হাজির ছিলেন শাসকদলের বাদুড়িয়ার বিধায়ক কাজি আব্দুল রহিম, হাড়োয়ার বিধায়ক হাজি নুরুল ইসলাম, আমডাঙার বিধায়ক রফিকার রহমান, জেলা পরিষদের সহ-সভাধিপতি কৃষ্ণগোপাল বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি মাফুজার রহমান ৷ সেদিন সন্ধ্যাতেই অনুষ্ঠান মঞ্চে মাফুজারকে সামনে রেখেই চলে উদ্দাম নাচ ৷ তবে দলীয় বিধায়ক কিংবা তৃণমূলের অন্য নেতাদের অবশ্য সেই মঞ্চে দেখা যায়নি । সেই ভিডিয়ো ভাইরাল হওয়াতেই নিন্দার ঝড় ওঠে ৷
কদম্বগাছিতে তৃণমূলের রক্তদান শিবিরে অশ্লীল নাচের ভিডিয়ো সামনে আসায় শুরু হয়েছে বিতর্ক স্থানীয়দের অভিযোগ, কদম্বগাছিতে এই ধরণের অশ্লীল নাচের আসর এই প্রথম ৷ শাসকদল তৃণমূল কংগ্রেসের ব্যানার ফেস্টুন লাগানো মঞ্চে এমনটা আগে ঘটেনি ৷ আগেও বিভিন্ন বিষয়ে মাফুজার বিতর্কে জড়িয়েছেন । তারপরও তিনি কীভাবে বারাসত-1 নম্বর ব্লকের সংখ্যালঘু সেলের সভাপতির মতো গুরুত্বপূর্ণ পদ পেলেন তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ স্বাভাবিকভাবেই ক্ষোভ ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে । যদিও মাফুজার সব অভিযোগ অস্বীকার করেছেন ।
বিষয়টি যে দল ভাল চোখে দেখছে না তার আভাস পাওয়া গিয়েছে বারাসত-1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতি আসাদুজ্জামানের কথায় । তিনি বলেন, "যেটা হয়েছে সেটা ঠিক হয়নি । এর তীব্র নিন্দা করছি । যে সমস্ত তৃণমূল নেতাদের উপস্থিতিতে এই নাচের আসর বসেছিল, তাঁদের দলীয়ভাবে যাতে শাস্তি দেওয়া হয়, সেবিষয়ে উচ্চতর নেতৃত্বকে জানানো হবে । এতে দলের ভাবমূর্তি কিছুটা হলেও ধাক্কা খেতে পারে বলে মনে করি । আমি ঘটনাস্থলে উপস্থিত থাকলে নিশ্চয় প্রতিবাদ করতাম । উনি সংখ্যালঘু সেলের সভাপতি হলেও এলাকায় রাজনীতি করেন না । বেশিরভাগ সময় বাইরেই থাকেন ৷" বিষয়টি স্থানীয় নেতৃত্বের মাধ্যমে তৃণমূলের বারাসত সাংগঠনিক জেলার সভাপতি অশনি মুখোপাধ্যায়ের কানে পৌঁছেছে বলে জানা গিয়েছে । এখন দেখার, ওই তৃণমূল নেতার বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হয় কিনা ।
আরও পড়ুন : Sovan Baisakhi Ratna: শোভনের বাড়ি কিনে রত্নাকে উচ্ছেদ নোটিশ পাঠাচ্ছেন বৈশাখী, পাল্টা প্রস্তুতি শোভন-পত্নীর