পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Tmc Leader Alo Rani Sarkar : গোঁজ প্রার্থী দিলে চামড়া গুটিয়ে নেব, বনগাঁয় হুঁশিয়ারি জেলা তৃণমূল নেত্রীর - আলোরানি সরকার

পৌরভোটের দিনক্ষণ ঘোষিত না হলেও বনগাঁ পৌরসভার নির্বাচন নিয়ে এখন থেকেই সরগরম গোটা এলাকা ৷ গোঁজ প্রার্থীর আশঙ্কায় চিন্তিত তৃণমূল কংগ্রেস ৷ দলের জেলা নেত্রী আলোরানি সরকারের হুঁশিয়ারি, কেউ গোঁজ প্রার্থী দিলে তিনি তাঁর চামড়া তিনি গুটিয়ে দেবেন ! পাশাপাশি, গাইঘাটার একটি অনুষ্ঠানে রিগিং নিয়েও বেফাঁস মন্তব্য করে বসেন তৃণমূলের এই নেত্রী ৷

controversy over tmc leader alo rani sarkar's comment
Alo Rani Sarkar : গোঁজ প্রার্থী দিলে চামড়া গুটিয়ে নেব, বনগাঁয় হুঁশিয়ারি আলোরানির

By

Published : Nov 11, 2021, 6:06 PM IST

গাইঘাটা, 11 নভেম্বর :‘‘আমাদের আর রিগিংয়ের কোনও দরকার নেই ৷ দিদি যেসব জনকল্যাণমুখী প্রকল্প করেছেন, তাতে মানুষ এমনিতেই তৃণমূলকে ভোট দেবে ৷ তৃণমূলের অবস্থা এখন খুব ভাল ৷’’ সাংবাদিকের প্রশ্নের উত্তরে বেফাঁস মন্তব্য বনগাঁর তৃণমূল সাংগঠনিক জেলা সভাপতি আলোরানি সরকারের ৷ প্রশ্ন উঠছে, ‘‘আমাদের আর রিগিংয়ের কোনও দরকার নেই’’, এমন মন্তব্যের অর্থ কী ? তাহলে কি অতীতে বিরোধীরা যে বারবার বনগাঁর ভোটে রিগিংয়ের অভিযোগ তুলেছেন, তা একপ্রকার মেনে নিলেন বহুবার শিবির বদলে তৃণমূলে ফেরা এই নেত্রী ৷

আরও পড়ুন :বনগাঁয় শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বে গ্রেফতার এক, ধৃতের মুক্তির দাবিতে বিক্ষোভ-অবরোধ

পাশাপাশি, এদিন আসন্ন পৌরভোটে গোঁজ প্রার্থী দেওয়া নিয়েও রীতিমতো হুঙ্কার দেন আলোরানি ৷ তিনি বলেন, ‘‘কেউ যদি দলের অনুশাসন উপেক্ষা করে কোথাও গোঁজ প্রার্থী দেওয়ার চেষ্টা করেন, তাহলে কিছুতেই তা বরদাস্ত করা হবে না ৷ আমি তার চামড়া গুটিয়ে নেব ৷’’ বৃহস্পতিবার গাইঘাটায় একটি অনুষ্ঠানে যোগ দিতে আসেন আলোরানি ৷ সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন তিনি ৷

আলোরানির এই মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া চাওয়া হলে এমন আচরণ তৃণমূলের ঐতিহ্য বলে কটাক্ষ করেন বনগাঁর বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি মনস্পতি দেব ৷ তিনি বলেন, ‘‘তৃণমূলে ফিরে খুব দ্রুত ওই দলের আচরণের সঙ্গে অভিযোজন করে নিয়েছেন আলোদি ৷ তাঁর জন্য তাঁকে অনেক অভিনন্দন ৷’’ মনস্পতির বক্তব্য, আলোরানি যাই বলুন না কেন, বনগাঁয় গোঁজ প্রার্থী দেওয়ার প্রবণতা তৃণমূল কংগ্রেস কিছুতেই আটকাতে পারবে না ৷ কারণ, বনগাঁয় শাসকদল গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার ৷ তাই দলের এক গোষ্ঠীর নেতা, কর্মীরাই অন্য গোষ্ঠীর বিরুদ্ধে গোঁজ প্রার্থী দাঁড় করাবেন ৷ একটা কেন, বনগাঁয় পাঁচটা করে গোঁজ প্রার্থী পাবে তৃণমূল কংগ্রেস ৷

আরও পড়ুন :বনগাঁ পৌরসভা রইল তৃণমূলেরই দখলে

প্রসঙ্গত, একুশের বিধানসভা নির্বাচনে রাজ্যের সর্বত্র তৃণমূল কংগ্রেস ভাল ফল করলেও মতুয়া অধ্যুষিত বনগাঁর চারটি কেন্দ্রেই হার হয়েছে তাদের ৷ তাই নতুন করে ক্ষমতায় এসে বনগাঁয় বাড়তি নজর দিচ্ছে তৃণমূল নেতৃত্ব ৷ ইতিমধ্যে বিধানসভার উপনির্বাচনেও ভাল ফল করেছে তৃণমূল ৷ এবার তাদের লক্ষ্য আসন্ন পৌরভোট ৷ রাজ্যের অন্যান্য পৌরনিগম ও পৌরসভাগুলির পাশাপাশি বনগাঁতেও ঘাসফুল ফোটাতে মরিয়া শাসক শিবির ৷ একুশের ভোটের ফল প্রকাশের পর এই এলাকায় তৃণমূলের যোগদানের পালা শুরু হলেও গোষ্ঠীকোন্দল এখনও অব্যাহত ৷ আর তাতেই সিঁদুরে মেঘ দেখছেন দলের নেতা, কর্মীরা ৷ সেই আশঙ্কা থেকেই আলোরানির এই হুঁশিয়ারি বলে মনে করছে ওয়াকিবহাল মহল ৷ তবে একজন রাজনৈতিক নেত্রী এভাবে কাউকে হুমকি দিতে পারেন কিনা, সেই প্রশ্ন উঠছেই ৷ পাশাপাশি, রিগিং নিয়েও তাঁর মন্তব্য আদতে অন্যায় স্বীকার, নাকি মুখ ফসকে বলে ফেলা কোনও কথা, তা নিয়েও জল্পনা চলছে ৷

ABOUT THE AUTHOR

...view details