পশ্চিমবঙ্গ

west bengal

টিকা নিয়ে বিতর্কের মুখে বাগদার বিডিও ও পঞ্চায়েত সমিতির সভাপতি

By

Published : Jan 16, 2021, 9:03 PM IST

Updated : Jan 17, 2021, 10:27 AM IST

স্বাস্থ্যকর্মী না হয়েও প্রথমে টিকা নেওয়ায় বিতর্কের মুখে পড়লেন বাগদার বিডিও ও সভাপতি । ঘটনার প্রেক্ষিতে কটাক্ষ বিজেপি বিধায়কের ।

টিকা নিলেন বাগদার বিডিয়ো ও পঞ্চায়েত সমিতির সভাপতি
টিকা নিলেন বাগদার বিডিয়ো ও পঞ্চায়েত সমিতির সভাপতি

বাগদা, 16 জানুয়ারি : আজ থেকে শুরু হয়েছে কোরোনার টিকাকরণ কর্মসূচি । তার ব্যতিক্রম হয়নি উত্তর 24 পরগনা জেলাতেও । কোরোনার টিকা নিলেন বাগদার বিডিও ও পঞ্চায়েত সমিতির সভাপতি । আর তাতেই বিতর্ক শুরু । স্বাস্থ্য কর্মী না হয়েও নিলেন কোরোনার প্রতিষেধক টিকা । কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি বিধায়ক দুলাল বর ।

আজ সকালে বাগদা গ্রামীণ হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের টিকাকরণ কর্মসূচি শুরু হওয়ার আগেই হাজির হন বিডিও জ্যোতিপ্রকাশ হালদার ও পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায় । প্রথমে বিডিও ও পরে গোপাদেবী প্রতিষেধক নেন । আর এই খবর ছড়িয়ে পড়তেই শুরু হয়ে যায় বিতর্ক ।

আরও পড়ুন : স্বাস্থ্যকর্মী না হয়েও ভ্যাকসিন নিলেন তৃণমূল নেতা, শুরু বিতর্ক

এবিষয়ে স্থানীয় বিজেপি বিধায়ক তথা রাজ্যে বিজেপির তপশিলি মোর্চার সভাপতি দুলাল বর কটাক্ষ করে বলেন, "এটা হল চাচা আপন প্রাণ বাঁচা নীতি । যেখানে স্বাস্থ্যকর্মীদের কোরোনার প্রতিষেধক টিকা নেওয়ার কথা, সেখানে বিডিও ও পঞ্চায়েত সমিতির সভাপতি আগে গিয়ে সেই টিকা নিচ্ছেন ।"

টিকা নিলেন বাগদার বিডিও ও পঞ্চায়েত সমিতির সভাপতি

যদিও বিতর্কের জবাবে বিডিও বলেন, "আমি গর্বিত যে আমি প্রথম টিকা নিয়েছি । সবাইকে উৎসাহও দিতে প্রথম টিকা নিলাম ।" গোপাদেবীও বলেন, "আমি পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে নয়, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হিসেবে কোরোনা প্রতিষেধক টিকা নিয়েছি । কোরোনার টিকা নেওয়ার জন্য সাধারণ মানুষকে উৎসাহ দেওয়ার জন্য আমি টিকা নিয়েছি । বিরোধীরা কেবল বিরোধিতার জন্য এসব বলছেন ।"

Last Updated : Jan 17, 2021, 10:27 AM IST

ABOUT THE AUTHOR

...view details