ব্যারাকপুর, 24 নভেম্বর : ব্যারাকপুর শিল্পাঞ্চলের 8 টি পৌরসভা নিয়ে গঠিত হতে চলেছে নতুন পৌরনিগম । যার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করে দিয়েছে রাজ্য সরকার । এই নিয়েই BJP ও তৃণমূল কংগ্রেসের মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা । যার একদিকে অর্জুন সিং ও অপর দিকে জ্যোতিপ্রিয় মল্লিক ।
"ও তো একটা লম্পট", জ্যোতিপ্রিয়কে বললেন অর্জুন
ব্যারাকপুর পৌরনিগম গঠন নিয়ে রাজ্য সরকারের পদক্ষেপকে কটাক্ষ করেন এলাকার সাংসদ অর্জুন সিং । তিনি বলেন, "তৃণমূল সরকার পৌরনিগম করছে করুক । রাজ্যে তো BJP আসবে । তখন আমরা বিষয়টি দেখে নেব ।" সেই প্রসঙ্গ টেনেই আজ জ্যোতিপ্রিয় মল্লিককে প্রশ্ন করা হলে তিনি অর্জুনকে মূর্খ বলে কটাক্ষ করেন ।
ব্যারাকপুরে পৌরনিগম গঠন নিয়ে রাজ্য সরকারের পদক্ষেপকে কটাক্ষ করেন এলাকার সাংসদ অর্জুন সিং । তিনি বলেন, "তৃণমূল সরকার পৌরনিগম করছে করুক । রাজ্যে তো BJP আসবে । তখন আমরা বিষয়টি দেখে নেব ।" সেই প্রসঙ্গ টেনেই আজ জ্যোতিপ্রিয় মল্লিককে প্রশ্ন করা হলে তিনি অর্জুনকে মূর্খ বলে কটাক্ষ করেন । বলেন, "একটা অশিক্ষিত, মূর্খ । ওর কথা আমাকে বলবেন না । ওর দম কত পর্যন্ত তা আমার জানা হয়ে গেছে এবং ওর এই দম কোথায় গিয়ে থেমেছে সেটাও জানা আছে । ও ভেবেছে বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষকে আক্রমণ করে সেখানে দু'টি বোমা মেরে তৃণমূলকে থামানো যাবে । কিন্তু এটা হবে না । কত ধানে কত চাল সেটা আমরা অর্জুনকে বুঝিয়ে দেব । আর ওর সঙ্গে লড়াইয়ের জন্য আমাদের ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাসই যথেষ্ট ।"
উলটো দিকে জ্যোতিপ্রিয়কে মানসিক ভারসাম্যহীন, লম্পট বলেন অর্জুন । তাঁর কথায়, "জ্যোতিপ্রিয় মল্লিক এই কথা বলতে পারেন কেন না ওর মানসিক ভারসাম্য হারিয়ে গেছে । মাথা খারাপ হয়ে গেছে । আমি ওর পরিবারের প্রতি দয়াশীল হয়ে বলছি জানি না কীভাবে এমন একজনের সঙ্গে তারা দিন কাটাচ্ছে । কারণ ও তো একটা লম্পট ।"