ব্যারাকপুর, 26 এপ্রিল : পদ্মফুলের প্রতীকের নিচে লেখা BJP । এই ছবি দেখা গেল ব্যারাকপুরের EVM-এর কমিশনিংয়ের সময় । কোনও রাজনৈতিক দলের প্রতীকের নিচে দলের নাম লেখা নির্বাচন কমিশনের নিয়ম বহির্ভূত । এই মর্মে অভিযোগ জমা পড়েছে মহকুমাশাসকের কাছে ।
EVM-এ পদ্মফুল প্রতীকের নিচে লেখা BJP, বিতর্ক - cvongress arjun singh
আজ ব্যারাকপুরের EVM-এর কমিশনিংয়ের সময় দেখা যায় পদ্মফুল চিহ্ণের নিচে লেখা রয়েছে BJP । যা নিয়ে মহকুমা শাসকের কাছে অভিযোগ জানায় অন্যান্য রাজনৈতিক দল । এরপর বিষয়টি নিয়ে বৈঠকে বসেছেন মহকুমা শাসক ।
VVPAT-এ পদ্মফুল প্রতীকের নিচে লেখা BJP
আজ ব্যারাকপুরের EVM-এর কমিশনিংয়ের সময় দেখা যায় পদ্মফুল চিহ্নের নিচে লেখা রয়েছে BJP । যা নিয়ে মহকুমাশাসকের কাছে অভিযোগ জানায় অন্য রাজনৈতিক দল । এরপর বিষয়টি নিয়ে বৈঠকে বসেন মহকুমাশাসক । যদিও অভিযোগ অস্বীকার করেছে BJP । তাদের দাবি, পদ্মফুলের নিচে আঁকা রয়েছে জল, যা আপাতদৃষ্টিতে BJP বলে মনে হচ্ছে । সব মিলিয়ে নির্বাচনের আগে VVPAT-এর পোল ইউনিট নিয়ে তৈরি হয়েছে বিতর্ক ।
বিষয়টি জেলা নির্বাচনী আধিকারিকের পক্ষ থেকে নির্বাচন সদনে জানানো হয়েছে ।
Last Updated : Apr 26, 2019, 8:52 PM IST