হাবড়া, 18 অক্টোবর : বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন সহবাস । পরে বিয়ে করতে অস্বীকার । যুবতির অভিযোগের ভিত্তিতে যুবককে গ্রেপ্তার করল পুলিশ । ঘটনাটি উত্তর 24 পরগনা জেলার হাবড়ার । ধৃতকে শনিবার বারাসত আদালতে তোলা হয় ।
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, গ্রেপ্তার যুবক - ধর্ষণের অভিযোগ
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাবড়ার বছর উনিশের যুবতির সঙ্গে ওই যুবকের প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে । ওই যুবতির বাড়িতেও যাতায়াত শুরু করে ওই যুবক । অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যুবতির সঙ্গে সহবাস করে সে ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাবড়ার বছর উনিশের যুবতির সঙ্গে ওই যুবকের প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে । ওই যুবতির বাড়িতেও যাতায়াত শুরু করে ওই যুবক । অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যুবতির সঙ্গে সহবাস করে সে । সম্প্রতি ওই যুবতির পরিবার বিয়ের প্রস্তাব দেয় । কিন্তু বেঁকে বসে ওই যুবক ৷ যুবতিকে বিয়ে করবে না বলে জানায় ।
যুবতির পরিবার পুরো বিষয়টি যুবকের পরিবারকে জানায় । কিন্তু তাতেও বিয়ে করতে অস্বীকার করে সে । শুক্রবার ওইযুবতি হাবড়া থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন । শনিবার সকালে পুলিশ যুবককে গ্রেপ্তার করে । ধৃতকে এদিন বারাসত আদালতে তোলা হয় । বিচারক তাকে পাঁচ দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন ।