বারাসত, 5 নভেম্বর: জীবিত ব্যাক্তি রাতারাতি হয়ে গেলেন মৃত ! রেশন তুলতে এসে এমন কাণ্ড দেখে রীতিমতো ভিমড়ি খাওয়ার জোগাড় গ্রাহকদের একাংশের । তাঁরা বুঝতেই পারছেন না হঠাৎ কীভাবে তাঁদের রেশন কার্ড 'রেড' হয়ে গেল । অর্থাৎ কার্ডের কোনও কার্যকারিতা না থাকায় রেশন না-পেয়ে শনিবার খালি হাতেই ফিরতে হল ভুক্তভোগী গ্রাহকদের একাংশকে । এই ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বারাসতের একটি রেশন দোকানে । স্বভাবতই এমন কাণ্ডে ক্ষোভ ছড়িয়েছে ভুক্তভোগী গ্রাহকদের মধ্যে (consumers facing trouble to get ration) । ক্ষোভ সামাল দিতে তড়িঘড়ি খাদ্য দফতরের আধিকারিকদের ছুটে আসতে হয় ঘটনাস্থলে ।
বারাসত পৌরসভার ঠিক পাশেই রয়েছে সরকার অনুমোদিত ওই রেশন দোকানটি । ওই দোকানের রেশন ডিলার সুজয় কুমার রায় । মূলত পৌরসভার 26 নম্বর ওয়ার্ডের হাটখোলা অঞ্চলের গ্রাহকরা রেশন পেয়ে থাকেন এখান থেকে । গ্রাহকের সংখ্যা প্রায় সাড়ে তিন হাজার । তার মধ্যে প্রায় পাঁচশো গ্রাহকের সঙ্গে এমন আজব ঘটনা ঘটেছে বলে খবর । এর মধ্যে অনেকে গত মাসের রেশন তুলেছেন ঠিকঠাকভাবে । আবার অনেকে গত মাসের সঙ্গে এই মাসের রেশনও হাতে পাননি এখনও অবধি । তার একটাই কারণ, রেশন কার্ড 'রেড' হয়ে যাওয়া (Barasat Ration Card Problem)।