ব্যারাকপুর, 2 অক্টোবর: জাতির জনক মহাত্মা গান্ধির জন্মদিবসে হিংসা ও দুর্নীতি-মুক্ত বাংলা গড়ার ডাক দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । এবার রাজ্যপালের পাশে দাঁড়িয়ে তাঁর সেই মন্তব্যকে সমর্থন করলেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী । তিনি বলেন, "রাজ্যপাল ভুল কিছু বলেননি । বাংলায় যে প্রতিদিন হিংসা চলছে, সেটা তো বাস্তব ! তাঁর করা মন্তব্যকে স্বাগত জানাচ্ছি আমরা ৷"
তবে শুধু হিংসা, দুর্নীতি-মুক্ত বাংলা গড়ার ডাক দিলেই চলবে না । তার প্রতিফলনও যাতে বাস্তবে ঘটে সেটাও রাজ্যপালকে উদ্যোগ নিতে হবে বলে জানান কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী । রাজ্যপালের 'সবকো সম্মতি দে ভগবান'-মন্তব্য নিয়েও মুখ খুলেছেন এই কংগ্রেস নেতা ।
সোমবার ব্যারাকপুরের গান্ধিঘাটে এসে জাতির জনক মহাত্মা গান্ধির স্মৃতি স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী । এই বিষয়ে তিনি বলেন, "প্রতিবছরই বিশেষ এই দিনে আমি এখানে আসি জাতির জনক মহাত্মা গান্ধিকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে । এটা নতুন কিছু নয় । আমার চিন্তাধারা ও মতবাদের কোনও পরিবর্তন হয়নি । আমি যে ভাবধারা ও আদর্শে অনুপ্রাণিত, সেই আদর্শ নিয়েই চলছি । সেই আদর্শ থেকে কখনোই বিচ্যুতি হব না ৷" এরপরই রাজ্যপালের মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী তাঁর পাশে দাঁড়িয়ে এই নিয়ে মুখ খোলেন তিনি ।
প্রসঙ্গত, মহাত্মা গান্ধির জন্মদিবসেও রাজ্যপাল সিভি আনন্দ বোসের মুখে উঠে আসে বাংলার দুর্নীতি এবং হিংসার প্রসঙ্গ । রাজ্যপাল বলেন, "স্বাধীনতার লড়াইয়ে গাঁধীজির দুটি স্তম্ভ ছিল । একটি অহিংসা । অপরটি সত্য । অথচ এখানে দুর্নীতি ও হিংসা চলছে । এর বিরুদ্ধে সকলকে ঐকবদ্ধ হতে হবে ৷"
সেই বিষয়ে কৌস্তভ বাগচী বলেন, "এটা তো বাস্তব ! গত পঞ্চায়েত নির্বাচনে পশ্চিমবঙ্গে যেভাবে হিংসা চলেছে শাসকদলের মদতে । এখনও বিভিন্ন ক্ষেত্রে সেই হিংসার ঘটনার সাক্ষী থাকতে হচ্ছে আমাদের । ফলে বাংলার হিংসা ও দুর্নীতি নিয়ে রাজ্যপালের মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ । আমরাও চাই এরাজ্যে অহিংসার বার্তা প্রতিফলিত হোক প্রতি পদে পদে ৷"