বসিরহাট, 25 নভেম্বর : মূল্য়বৃদ্ধি ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে বসিরহাট থানা ঘেরাও করল কংগ্রেস ৷ বুধবার দুপুরে বসিরহাট শহরের কংগ্রেসের শতাধিক কর্মী সমর্থক ওই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয় ৷ প্রথমে বসিরহাটের ইটিন্ডা রোডে মিছিল করে কংগ্রেস সমর্থকরা ৷ তারপর সেখান থেকে থানার সামনে গিয়ে ঘেরা কর্মসূচি নেয় ৷ থানার গেটের সামনেই বসে পড়ে কংগ্রেসের কর্মীরা ৷
মূল্য়বৃদ্ধি ও আইনশৃঙ্খলার অবনতি, প্রতিবাদে বসিরহাট থানা ঘেরাও কংগ্রেসের - কংগ্রেস
বিক্ষোভকারীদের অভিযোগ রাজ্যজুড়ে আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে ৷ পুলিশ প্রশাসন শাসকদলের দলদাসে পরিণত হয়েছে ৷ বসিরহাট মহকুমার বিভিন্ন প্রান্তে একের পর এক কংগ্রেস কর্মী আক্রান্ত হচ্ছেন ৷ কিন্তু পুলিশ কোনও ব্য়বস্থা নিচ্ছে না অভিযুক্তদের বিরুদ্ধে ৷ উল্টে অভিযুক্তরা পুলিশের ছত্রছায়াতেই ঘুরে বেড়াচ্ছে ।
বিক্ষোভকারীদের অভিযোগ রাজ্যজুড়ে আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে ৷ পুলিশ প্রশাসন শাসকদলের দলদাসে পরিণত হয়েছে ৷ বসিরহাট মহকুমার বিভিন্ন প্রান্তে একের পর এক কংগ্রেস কর্মী আক্রান্ত হচ্ছেন ৷ কিন্তু পুলিশ কোনও ব্য়বস্থা নিচ্ছে না অভিযুক্তদের বিরুদ্ধে ৷ উল্টে অভিযুক্তরা পুলিশের ছত্রছায়াতেই ঘুরে বেড়াচ্ছে । পাশাপাশি কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে বিভিন্ন জিনিসপত্রের দাম বেড়েই চলেছে। অবিলম্বে আইনশৃঙ্খলার উন্নতি না হলে, বসিরহাট কংগ্রেসের তরফে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে ।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন কংগ্রেসের উত্তর ২৪ পরগনা জেলা সভাপতি অমিত মজুমদার সহ অন্যান্য নেতারা । অমিতবাবু বলেন, ‘‘কংগ্রেস কর্মীদের উপরে হামলা হচ্ছে। আমরা পুলিশের কাছে অভিযোগ করছি। কিন্তু পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না । আইনশৃঙ্খলার এই অব্যবস্থা আমরা মানবো না । আমরা আজ পুলিশকে রাজধর্ম পালনের কথা বলেছি । কাজ না হলে আরও বৃহত্তর আন্দোলন করব ।’’