২ মার্চ, ব্যারাকপুর : "অভিনন্দনকে অভিনন্দন জানাই। গোটা দেশ আজ খুশি। ভারতীয় সেনারা সবসময় নিজেদের মাথা উঁচু রাখে।" অভিনন্দন বর্তমান প্রসঙ্গে বললেন প্রাক্তন পাইলট তথা ব্যারাকপুরের সাংসদ দীনেশ ত্রিবেদী। আজ ETV ভারতের প্রতিনিধিকে তিনি একথা বলেন।
অভিনন্দনকে অভিনন্দন জানাই, বললেন দীনেশ ত্রিবেদী - abhinandan
উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে শুভেচ্ছে জানালেন ব্যারাকপুর সাংসদ দীনেশ ত্রিবেদী।
দীনেশ ত্রিবেদী
তিনি বলেন, "অভিনন্দনের সাহস, বীরত্ব এবং মানসিক দৃঢ়তা গোটা পৃথিবী দেখেছে। যেভাবে তিনি মাথা উঁচু করে শত্রুপক্ষের সঙ্গে কথা বলেছেন তা সকলের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে। জীবন চলে যাক, কিন্তু দেশপ্রেম আছে। এটাই ভারতের শিক্ষানীতি। রাজনীতি চলছেই। কিন্তু দেশপ্রেম না থাকলে কিছু থাকবে না।"
দীনেশ ত্রিবেদী আরও বলেন, "আগামী প্রজন্ম অভিনন্দনের বীরত্বে অনুপ্রাণিত হবে। ভারতের এই বীর সেনার থেকে সকলের শিক্ষা নেওয়া উচিত। তাই তাঁর প্রতি রইল অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।"