পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লকডাউনে রেশন সামগ্রী নিয়ে কালোবাজারির অভিযোগে গ্রেপ্তার ব্যবসায়ী

লকডাউনে রেশন সামগ্রীর কালোবাজারির অভিযোগ । গ্রেপ্তার এক ব্যবসায়ী । বাজেয়াপ্ত রেশন সামগ্রী ।

Complaints of black marketing on ration material
রেশন সামগ্রী নিয়ে কালোবাজারির অভিযোগ

By

Published : Mar 27, 2020, 9:42 PM IST

বারাসত, 27 মার্চ : লকডাউনের সময় সাধারণ মানুষের খাদ্য সমস্যা সমাধানে রেশন সামগ্রী দেওয়ার বন্দোবস্ত করেছে রাজ্য সরকার । সেই রেশন সামগ্রী নিয়ে এবার কালোবাজারির অভিযোগ উঠল । রেশন সামগ্রী চড়া দামে সাধারণ মানুষের কাছ থেকে কিনে মজুত করার অভিযোগ উঠল এক ব্যবসায়ীর নামে । সঞ্জীবকুমার বৈদ্য নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ । বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর রেশন সামগ্রী । উত্তর 24 পরগনার বারাসতের ঘটনা ।

লকডাউন পরিস্থিতিতে রাজ্য সরকারের তরফে একসঙ্গে দু-মাসের রেশনের ব্যবস্থা করা হয়েছে । জানিয়ে দেওয়া হয়েছিল, বিভিন্ন রেশনের দোকানে তা পাওয়া যাবে । অভিযোগ, সঞ্জীব সাধারণ মানুষের থেকে রেশন সামগ্রী বেশি দাম দিয়ে কিনছিল । আর তা মজুত করছিল । পরবর্তীকালে ওই রেশন চড়া দামে বিক্রি করার পরিকল্পনা ছিল তার ।

গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার বারাসত থানা ও ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ অভিযান চালায় । তল্লাশি চালিয়ে প্রচুর রেশন সামগ্রী বাজেয়াপ্ত করে । গ্রেপ্তার করা হয় সঞ্জীবকে । পুলিশ সূত্রে জানা গেছে, বারাসতের ন-পাড়া এলাকার রেশন দোকানের ঠিক উলটো দিকে সঞ্জীবের চাল গমসহ বিভিন্ন মশলা গুঁড়ো করার দোকান রয়েছে । বেশ কিছু দিন ধরেই রেশন দোকান থেকে ক্রেতারা রেশন কিনে তা ওই ব্যক্তির দোকানে চড়া দামে বিক্রি করছিল । তবে অভিযানের পূর্বেই বিক্রেতারা পলাতক ।

এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ । সঞ্জীবের মত কেউ আছে কিনা তার খোঁজ চালাচ্ছে । এ বিষয়ে এলাকার বাসিন্দা দীপু দাস জানান, "রেশন দোকান থেকে সামগ্রী তুলে সঞ্জীবের কাছে অনেকে বেশি দামে বিক্রি করত । তা নিজের গুদামে মজুত করে রাখত । স্থানীয় কাউন্সিলর তা জানতে পেরে পুলিশে খবর দেয় । দোষীদের কড়া ব্যবস্থা নেওয়া হোক ।"

ABOUT THE AUTHOR

...view details