পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মধ্যমগ্রামে শ্মশানযাত্রী বোঝাই ম্যাটাডোর উলটে মৃত 3, আহত 25 - মধ্যমগ্রামে শ্মশানযাত্রী বোঝাই ম্যাটাডোর উলটে দুর্ঘটনা

দুর্ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার মধ্যমগ্রামে বাঁকড়া মোড়ের কাছে । আহতদের বারাসত জেলা হাসপাতালে ভরতি করা হয় । 2 জনের অবস্থার অবনতি হওয়ায় তাঁদের এসএসকেএম-এ স্থানান্তরিত করা হয়েছে ।

coming-from-funeral-matador-overturning-accident-at-madhyamgram-died-3-injured-25
coming-from-funeral-matador-overturning-accident-at-madhyamgram-died-3-injured-25

By

Published : Jan 5, 2021, 4:37 PM IST

বারাসত, 5 জানুয়ারি: নিমতলা থেকে দাহকাজ সেরে ফেরার পথে ম্যাটাডোর উলটে মৃত্যু হল বারাসতের বাসিন্দা তিন শ্মশানযাত্রীর। মৃতদের নাম রাজু সাউ (21), রামপদ সাউ (42) ও অরুণ সাউ (47)। দুর্ঘটনায় আহত হয়েছেন 25 জন । ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার মধ্যমগ্রামে বাঁকড়ায়। আহতদের বারাসত জেলা হাসপাতালে ভরতি করা হয় । প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় বেশ কয়েকজনকে । 2 জনের অবস্থার অবনতি হওয়ায় তাঁদের এসএসকেএম-এ স্থানান্তরিত করা হয়েছে ।

সোমবার রাতে বারাসত নেতাজি পল্লির বাসিন্দা বৃদ্ধ মতিলাল সাউ-এর (65) মৃত্যু হয় ৷ পরিবার ও পাড়ার লোকেরা দাহকাজ করতে বারাসত থেকে একটি ম্যাটাডোরে দলবেধে নিমতলা শ্মশানে যান। ম্যাটাডোরে 40-45 জন শ্মশানযাত্রী ছিলেন । দাহকাজ সেরে বারাসতে ফেরার পথে রাত প্রায় একটা নাগাদ ঘটে দুর্ঘটনা ৷ মধ্যমগ্রামের যশোর রোডের বাঁকড়া মোড় পার হতেই ম্যাটাডোরের সামনের ডানদিকের চাকা বিকট শব্দে ফেটে যায় । নিয়ন্ত্রণ হারিয়ে যশোর রোডের উপরেই উলটে যায় গাড়িটি । শ্মশানযাত্রীরা এদিক-ওদিকে ছিটকে পড়েন । ঘটনাস্থানেই মৃত্যু হয় তিন শ্মশানযাত্রীর। জখম হন 25 জন । তাঁদের মধ্যে গুরুতর আহত 11 জনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বারাসত জেলা হাসপাতালে । ওই 11 জনের মধ্যে দু'জনের অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাঁদের আরজি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয় । পরে তাঁদের এসএসকেএম-এ নিয়ে যাওয়া হয়।

মধ্যমগ্রামে শ্মশানযাত্রী বোঝাই ম্যাটাডোর উলটে দুর্ঘটনা ৷

আরও পড়ুন: কৃষ্ণনগরে পথ দুর্ঘটনায় আহত 18

দুর্ঘটনার পরে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । অল্প আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয় । সেই সঙ্গে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বারাসত জেলা হাসপাতালে । এদিকে, 3 জনের আহতের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় মঙ্গলবার সকালে বারাসত হাসপাতাল থেকে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে । ওই হাসপাতালে এখনও 6 জন চিকিৎসাধীন ।

ওই ম্যাটাডোরেই ছিলেন চন্দন সাউ ৷ তিনি বলেন, "আমার বাবার দাহকাজ করে ফেরার পথে দুর্ঘটনা ঘটে । নিমতলা থেকে ফেরার পথে ম্যাটাডোরের চাকা ফেটে গাড়ি উলটে যায় ৷ মৃত 3 জনের মধ্যে অরুণ সাউ আমার মামা ।"

আরও পড়ুন: মামারবাড়ি বেড়াতে এসে ট্রেনের ধাক্কায় মৃত্যু 4 বছরের শিশুর

এই বিষয়ে বারাসত জেলা হাসপাতালের সুপার সুব্রত মণ্ডল বলেন, "দুর্ঘটনার পর আহত 11 জনকে হাসপাতালে আনা হয় । 2 জনকে কলকাতার হাসপাতালে পাঠানো হয়েছে ৷ 3 জনকে মঙ্গলবার সকালে ছেড়ে দেওয়া হয় । 3 জনকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিল । ময়নাতদন্তের পর তাঁদের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে ৷"

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details