বারাসত, 28 মার্চ : স্টেশন ও তার আশপাশের দোকানে ভিক্ষাবৃত্তি করেই অন্নসংস্থান করা ছিল এতদিন তাঁদের পেশা । অথচ,লকডাউনের জেরে সেই একমাত্র রোজগারেও টান পড়েছে এখন । দু'মুঠো অন্নের ব্যবস্থা করাও যেন জীবন সংগ্রাম হয়ে দাঁড়িয়েছে এই মানুষগুলোর কাছে । লকডাউনের জেরে এই মুহূর্তে বন্ধ রেল চলাচল । যার কারণে একদম খালি বারাসত স্টেশন চত্বর । বন্ধ আশপাশের সমস্ত দোকানপাটও । এর জেরে পেটে টান পড়েছে ওদের । এই পরিস্থিতিতে সেই অসহায় মানুষগুলোর মুখে খাবার তুলে দেওয়ার দায়িত্ব নিল একদল কলেজ পড়ুয়া । নিজেদের পকেটের টাকা খরচ করে প্রায় 50 জন ভবঘুরেকে এক সপ্তাহের খাবার তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা । যার প্রশংসা করেছে বারাসতের আমজনতা ।
গতকাল থেকেই কাজ শুরু করে দিয়েছেন তাঁরা । আজ সকালে 50 জন ভবঘুরের হাতে শুকনো খাবার তুলে দিয়েছে অমিত মণ্ডল, সুমিত ধর, গোপাল কুন্ডু, সন্দীপ মুখোপাধ্যায়ের মতো আরও অনেকে । তাঁদের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন বারাসতের আমজনতা । কোরোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন । এর জেরে জরুরি পরিষেবা ব্যাতীত সবকিছুই বন্ধ রয়েছে । এই পরিস্থিতিতে সবচেয়ে সমস্যার মধ্যে পড়েছেন এই সকল ভবঘুরেরা । যাদের স্টেশন ও তার আশপাশে ভিক্ষাবৃত্তি করে দু'বেলা অন্ন জোগাড় করাই ছিল নিত্য দিনের পেশা । কিন্তু,লকডাউনের জেরে পেটে টান পড়েছে তাঁদের । এই অবস্থায় বাড়িতে বসে থাকতে পারেননি অমিত,সুমিত,গোপাল,সন্দীপ,চন্দন বিশ্বাস,বিশাল দাসের মতো প্রায় 20 জন কলেজ পড়ুয়া । সিদ্ধান্ত নেন, স্টেশন ও তার আশপাশের মানুষ গুলোর মুখে খাবার তুলে দেবেন । সেই মতো নিজেদের টাকা খরচ করে তাঁদের পাশে গিয়ে দাঁড়ালেন তাঁরা । তবে,খাবার তুলে দেওয়ার আগে ভবঘুরেদের হাত স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করতেও কিন্তু ভোলেননি ।