ব্যারাকপুর, 25 নভেম্বর: যত অপরাধ যেন ভাটপাড়াতেই ! তৃণমূল কর্মীর খুনের ঘটনার রেশ কাটতে না-কাটতে এবার কলেজ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের দাদার বিরুদ্ধে। শ্লীলতাহানির ঘটনা ধামাচাপা দিতে নির্যাতিতা ওই ছাত্রীকে খুনের হুমকিও পর্যন্ত দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই শনিবার তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ভাটপাড়া পৌরসভা এলাকায় ৷ অভিযুক্ত ভূদেব ব্রহ্মের বিরুদ্ধে এদিনই জগদ্দল থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা ছাত্রীর পরিবার। নির্যাতিতার বয়ানও রেকর্ড করা হয়েছে। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমেছে জগদ্দল থানার পুলিশ।
ঘটনাটি ঘটেছে চলতি মাসের 20 তারিখ। ওইদিন শ্যামনগরের বাড়িতে একাই ছিলেন বিএ দ্বিতীয় বর্ষের ওই পড়ুয়া। অভিযোগ, সেই সময় লঙ্কা নেওয়ার অছিলায় ছাত্রীর বাড়িতে এসে হাজির হন মুরগি ব্যবসায়ী ভূদেব ব্রহ্ম। সম্পর্কে তিনি স্থানীয় তৃণমূল কাউন্সিলর অরুণ ব্রহ্মের দাদা। ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে কাউন্সিলরের দাদা কলেজ ছাত্রীর শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। এমনকী নির্যাতিতাকে অশ্লীল কথাবার্তা বলা হয় বলেও অভিযোগ উঠেছে। ছাত্রীর চিৎকারে পরিস্থিতি বেগতিক হতে পারে বুঝতে পেরে সেখান থেকে তখন পালিয়ে যায় অভিযুক্ত। যদিও যাওয়ার আগে কলেজ ছাত্রীকে হুমকি দিয়ে যায় সে। ভয়ে প্রথমে কাউকেই সেভাবে বলতে পারেননি দ্বিতীয় বর্ষের ওই পড়ুয়া। শেষে সাহস করে গোটা ঘটনাটি সে খুলে বলে পরিবারের সদস্যদের। এরপরই শনিবার মাকে সঙ্গে নিয়ে জগদ্দল থানায় গিয়ে কাউন্সিলরের দাদার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নির্যাতিতা ছাত্রী।