পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভেঙে পড়ল শ্রমিক কোয়ার্টার্সের একাংশ, জখম 2 শিশুসহ 4 - নৈহাটি

গতরাতে নৈহাটির নদিয়া জুটমিলের কোয়ার্টার্সের একাংশ ভেঙে পড়ে । ধ্বংসস্তূপের তলায় আটকে পড়ে দুই শিশুসহ 4 জন । স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ভাটপাড়া স্টেট জেনেরাল হাসপাতালে ভরতি করেন ৷

নৈহাটির নদিয়া জুটমিলের কোয়ার্টার্স

By

Published : Aug 2, 2019, 10:44 AM IST

Updated : Aug 2, 2019, 1:20 PM IST

নৈহাটি,2 অগাস্ট : শ্রমিক কোয়ার্টার্সের একাংশ ভেঙে জখম 2 শিশুসহ 4 ৷ নৈহাটির নদিয়া জুটমিলের শ্রমিক কোয়ার্টার্সের ঘটনা ৷ জখমদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক ৷ বর্তমানে তারা কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ৷

ভেঙে পড়েছে শ্রমিক কোয়ার্টার্সের একাংশ

প্রায় তিন বছর ধরে বন্ধ নদিয়া জুটমিল ৷ কিন্তু, এখানকার প্রায় 500 শ্রমিক ও তাঁদের পরিবার মুক্তারপুর অঞ্চলে এই মিলের কোয়ার্টার্সে বসবাস করেন । দীর্ঘদিন ধরেই তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে । গতরাতে একাংশ ভেঙে পড়ে । ধ্বংসস্তূপের তলায় আটকে পড়ে দুই শিশুসহ 4 জন । স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ভাটপাড়া স্টেট জেনেরাল হাসপাতালে ভরতি করেন ৷ দু'জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় । বাকি দু'জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় ৷

দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়েছিল কোয়ার্টাসটি

জুটমিল কর্তৃপক্ষের উদাসীনতার কারণে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ তুলছেন কোয়ার্টার্সের বাসিন্দারা ৷ তাঁদের দাবি, এখানে পানীয় জলও পাওয়া যায় না । বিদ্যুতের হালও খারাপ । কর্তৃপক্ষকে বারবার জানানো সত্ত্বেও লাভের লাভ হয়নি । জানি না এরপর কী হবে ?

ভিডিয়োয় শুনুন স্থানীয়দের বক্তব্য
Last Updated : Aug 2, 2019, 1:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details