পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রেড জো়ন থেকে কবে অরেঞ্জ জো়নে আসতে পারবে উত্তর 24 পরগনা ?

মুখ্যমন্ত্রীর বেঁধে দেওয়া ডেডলাইন পার। 14 দিন পরও রেড জো়ন উত্তর 24 পরগনাকে অরেঞ্জ জো়নে আনতে পারল না প্রশাসন। পরিস্থিতি আরও জটিল হওয়ায় গুঞ্জন উঠতে শুরু করেছে জেলা প্রশাসনের ভূমিকা নিয়ে।

barasat
বারাসত

By

Published : May 4, 2020, 7:14 PM IST

বারাসত, 4 মে : সংক্রমণ রুখে রেড জো়ন থেকে অরেঞ্জ জো়নে নিয়ে আসতে হবে। তার জন্য জেলা প্রশাসনকে 14 দিনের ডেডলাইন দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর বেঁধে দেওয়া ডেডলাইন পার হয়েছে দু'দিন আগেই । তারপরও উত্তর 24 পরগনাকে রেড জোন থেকে অরেঞ্জ জোনে নিয়ে আসতে পারেনি জেলা প্রশাসন।বরং আক্রান্তের সংখ্যা দিনদিন বাড়ায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে। ফলে প্রশাসনের ভূমিকা নিয়ে গুঞ্জন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।

অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন মুখ্যমন্ত্রী ডেডলাইন বেঁধে দেওয়ার আগে থেকেই যদি জেলা প্রশাসনের মধ্যে সক্রিয়তা দেখা যেত,তাহলে হয়তো পরিস্থিতি এতটা জটিল হতনা? তাহলে কি পরিকল্পনায় কোনও ফাঁক ছিল?সেজন্যই কি পরিস্থিতি জটিল আকার ধারন করেছে? যদিও এমন অভিযোগ মানতে চায়নি জেলা প্রশাসন। তাঁদের দাবি,"কোরোনা মোকাবিলায় নির্দিষ্ট পরিকল্পনামাফিক কাজ করা হচ্ছে। সংক্রমণ রুখতে সবরকমের চেষ্টা চলছে। ফলে,ফাঁক-ফোকর থাকার কোনও প্রশ্নই নেই"।

সংক্রমণ আটকাতে হলে লকডাউনের নিয়মবিধি কড়াভাবে মেনে চলা ও কার্যকর করা উচিত বলে বারবার উঠে এসেছে চিকিৎসক ও বিশেষজ্ঞ মহলের একাংশের কথা থেকে। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরও রেড জো়ন জেলা সদর বারাসত সহ বেশকিছু জায়গায় একাধিকবার অসতর্কতার ছবি উঠে এসেছে। ভিড় করেই জিনিস কেনার হিড়িকও দেখা গিয়েছে। কিছুদিন আগে নিয়ম ভাঙার ছবি দেখা গিয়েছিল বারাসতের মাছের আড়তে ৷ সেখানে কিছুদিন আগেই লকডাউনের নিয়মবিধি শিকেয় তুলে হাজার হাজার মানুষের সমাগম হয়েছিল । জমায়েত রুখতে কোথাও জেলা পুলিশকে সক্রিয় হতে দেখা গিয়েছিল,আবার কোথাও তাঁদের বিরুদ্ধেই উঠেছিল গা-ছাড়া মনোভাবের অভিযোগ।

বিষয়টি নিয়ে উত্তর 24 পরগনার জেলাশাসক চৈতালি চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,"মুখ্যমন্ত্রীর আদেশ মতো আমরা কোরোনা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। যা নিয়মবিধি রয়েছে,তা সকলকে মেনে চলার পরামর্শ দিচ্ছি । মানুষও সহযোগিতা করছে আমাদের সঙ্গে। আশা করছি,আমরা এই কাজে সফল হতে পারব"।

প্রসঙ্গত,রেড জোন উত্তর ২৪ পরগনায় সংক্রমণ বাড়ায় ইতিমধ্যে কনটেইনমেন্ট জো়নের সংখ্যাও বাড়ানো হয়েছে। 57 থেকে বেড়ে সংখ্যাটা 70 হয়েছে । জেলা সদর বারাসতেও কনটেইনমেন্ট জো়নের সংখ্যা বেড়ে তিন হয়েছে । এসব তথ্যই বলে দিচ্ছে রেড জো়ন থেকে উত্তর 24 পরগনাকে অরেঞ্জ জো়নে আনতে বেশি পরিমাণ সর্তকতা অবলম্বন করতে হতে পারে জেলা প্রশাসনকে।

ABOUT THE AUTHOR

...view details