হিঙ্গলগঞ্জ, 28 মে : ত্রাণ সরবরাহই প্রধান লক্ষ্য ৷ ত্রাণ থেকে যেন কেউ বঞ্চিত না হয় ৷ হিঙ্গলগঞ্জে জেলা প্রশাসনের সঙ্গে রিভিউ মিটিংয়ে এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
আজ যশ পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে দুই 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে যাবেন বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ইতিমধ্যে উত্তর ও দক্ষিণ 24 পরগনার যশ পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখেছেন তিনি ৷ তারপর জেলাশাসক ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে একটি রিভিউ মিটিং করেন তিনি ৷ বৈঠকে তিনি বলেন, "যশে 1 লাখ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ 40 হাজার হেক্টর জমি নষ্ট হয়েছে ৷ 55 জায়গার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ নষ্ট হয়েছে 7 হাজার হেক্টর জলাশয় ৷" উত্তর 24 পরগনার কয়েকটা জায়গা পরিদর্শনের পর তিনি জানান, বেশিরভাগ জায়গা জলমগ্ন ৷ জল না নামা পর্যন্ত কাউকে বাড়িতে না ফেরার আবেদন জানিয়েছেন তিনি ৷