টাকি, 30 নভেম্বর: নিজের উদাহরণ টেনে 'স্ট্রিট ফাইটার'-এর মতো স্কুল পড়ুয়া এবং শিক্ষক-শিক্ষিকাদের পরামর্শ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বুধবার দুপুরে আচমকাই টাকি গার্লস হাইস্কুলে সারপ্রাইজ ভিজিটে আসেন রাজ্যের প্রশাসনিক প্রধান(CM Mamata Banerjee Visits Taki Girls High School)। সটান চলে যান স্কুলের টিচার্স রুমে । তা দেখে কিছুটা হলেও ভ্যাবাচাকা খেয়ে যান উপস্থিত শিক্ষক-শিক্ষিকারা । সেখানেই একটি কাঠের চেয়ারে বসে তাঁদের সঙ্গে কথাবার্তা বলতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে । পড়াশোনা ঠিকঠাকভাবে হচ্ছে কিনা, পড়ুয়ারা সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছে কিনা সেই বিষয়ে খোঁজখবর নেন রাজ্যের প্রশাসনিক প্রধান । এদিন বেশ কিছু পড়ুয়ার হাতে গিফটও তুলে দেন তিনি ।
এরপরই পড়ুয়া এবং শিক্ষক-শিক্ষিকাদের উদ্দেশ্যে তিনি বলেন,"জীবনে সবসময় মাথা উঁচু করে সৎভাবে বাঁচবেন । বীরের মতো বাঁচবেন । কোনও প্রলোভনে পা দেবেন না । লোভ করবেন না । লোভ মানেই মৃত্যু । কোটি কোটি টাকা উপার্জন করে কী হবে ? না হিরে কিনে খেতে পারবেন, না সোনা এবং মুক্ত কিনে খেতে পারবেন । জীবনে বাঁচার জন্য যেটুকু দরকার সেটুকুই সবসময় চাইবেন । ভাত, ডাল, মাছ খেতে আর কত টাকা দরকার ? তাই লোভের কাছে মাথা নত করবেন না ৷"
আরও পড়ুন :ইছামতীতে লঞ্চের স্টিয়ারিং হাতে মুখ্যমন্ত্রী
নিজের উদাহরণ টেনে এদিন মুখ্যমন্ত্রী বলেন,"আমি ছোটবেলা থেকে রাজনীতি করছি । এখনও আমার একটাই ঘর । সেই ঘরই আমার কাছে বেডরুম, ডাইনিং রুম । আলাদা করে তার জন্য কোনও ঘর নেই । আমি ঘরে শুয়ে ভাবি আমার মাথার উপর একটা ছাদ আছে । ঘরে কিছু বইপত্র রয়েছে । আমি যখন মরে যাব, তখন আমার সঙ্গে এগুলোই যাবে । কী হবে বেশি লোভ করে ?"