পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Boalghata Bridge : দীর্ঘ প্রতীক্ষার অবসান, মুখ্যমন্ত্রীর হাত ধরে অবশেষে উদ্বোধন বোয়ালঘাটা সেতুর - CM Mamata Banerjee Virtually Inaugurated Boalghata Bridge

অবশেষে নানা জটিলতা কাটিয়ে চালু হল বহু প্রতীক্ষিত বিদ‍্যাধরী নদীর ওপর বোয়ালঘাটা সেতুর । বুধবার দুর্গাপুর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি এই সেতুর উদ্বাধন করেন (Inaugurated Boalghata Bridge) ৷ সুন্দরবন অঞ্চলের গুরুত্বপূর্ণ এই সেতু চালু হওয়ায় খুশির হাওয়া এলাকায় ।

Boalghata Bridge Inaugurated
মুখ্যমন্ত্রীর হাত ধরে চালু হল বোয়ালঘাটা সেতু

By

Published : Jun 30, 2022, 8:56 AM IST

হাড়োয়া, 30 জুন: দীর্ঘ প্রতীক্ষার অবসান ! অবশেষে চালু হল বিদ‍্যাধরী নদীর ওপর বোয়ালঘাটা সেতু । প্রশাসনের দাবি, এর ফলে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে সুন্দরবন অঞ্চলে (Inaugurated Boalghata Bridge) । বুধবার দুর্গাপুরের সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে এই সেতুর ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেই উপলক্ষে উত্তর 24 পরগনার হাড়োয়ায় উদ্ধোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় বুধবার বিকেলে । সেখানে হাজির ছিলেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, খাদ‍্যমন্ত্রী রথীন ঘোষ, জেলাপরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ-সহ শাসকদলের একাধিক বিধায়ক । বোয়ালঘাটা সেতু চালু হওয়ায় উপকৃত হবেন দুই পাড়ের তিন লক্ষ মানুষ ।

বিদ‍্যাধরী নদীর একদিকে রয়েছে হাড়োয়া ব্লক । অন্যদিকে বারাসত 2 নম্বর ব্লক । সুন্দরবন ঘেঁষা এই দুই পাড়ের মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম ছিল ফেরি পারাপার । তাও সবসময় মিলত না বলে অভিযোগ । ফলে দুর্ভোগের অন্ত ছিল না দুই ব্লকের অসংখ্য সাধারণ মানুষের । যাতায়াতের সুবিধার্থে সেখানকার মানুষজন দীর্ঘদিন ধরেই দাবি করে আসছিলেন বিদ‍্যাধরী নদীর ওপর একটি সেতুর । সেই দাবি মেনে সেতুর কাজও শুরু হয় বেশ কয়েক বছর আগে । কিন্তু নানা জটিলতার কারণে সেই কাজ মাঝপথে থমকে যায়।

আরও পড়ুন :সময়-খরচ দুই বাঁচাবে পদ্মা সেতু, খুশির হাওয়া দুই বাংলার ব্য়বসায়ী মহলে

পরে রাজ্য সরকারের হস্তক্ষেপে সেই জটিলতা কাটিয়ে পুনরায় কাজ শুরু হয় বোয়ালঘাটা সেতুর । চলতি বছরের গোড়ার দিকে সেই কাজ সম্পূর্ণ হয় । অবশেষে বহু প্রতীক্ষিত সেই সেতু জনসাধারণের জন্য খুলে দেওয়া হল বুধবার । মুখ্যমন্ত্রীর হাত ধরে সুন্দরবন অঞ্চলের গুরুত্বপূর্ণ এই সেতু চালু হওয়ায় খুশির হাওয়া এলাকায় ৷ প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ব্রিজ-টি নির্মাণে ব‍্যয় হয়েছে 5 কোটি 28 লক্ষ টাকা । লম্বায় প্রায় 106.2 মিটার । চওড়া 8.75 মিটার ।

ABOUT THE AUTHOR

...view details