পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bikash Ranjan on CM: মুখ্যমন্ত্রী নিয়োগ দুর্নীতির ‘মাথা’, মমতাকে সরাসরি নিশানা বিকাশের

নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের করা মন্তব্যকে সমর্থন আইনজীবী তথা সিপিআইএম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্যের (Bikash Ranjan Bhattacharya) ৷ সরাসরি নাম করে মুখ্যমন্ত্রীকে নিয়োগ দুর্নীতির ‘মাথা’ (Mamata Banerjee is Main Culprit in Scam) বলে আক্রমণ করলেন সিপিআইএম সাংসদ ৷

cm-mamata-banerjee-is-main-culprit-in-recruitment-scam-says-bikash-ranjan-bhattacharya
CM Mamata Banerjee is Main Culprit in Recruitment Scam Says Bikash Ranjan Bhattacharya

By

Published : Nov 5, 2022, 7:38 PM IST

বারাসত, 5 নভেম্বর:নিয়োগ দুর্নীতি মামলায় সঠিক তদন্ত হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) নামই মাথা হিসাবে বেরিয়ে আসবে বলে দাবি করলেন সিপিআইএম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya) ৷ প্রসঙ্গত, গতকাল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলায় ‘বড় মাথা’ ধরা পড়া নিয়ে মন্তব্য করেন ৷ সেখানে তিনি উষ্মাপ্রকাশ করে বলেছিলেন, ‘‘এই নিয়োগ দুর্নীতির পিছনে বড় মাথা কারা ? তা জানা নয় ৷ জীবদ্দশায় তাঁরা ধরা পড়বেন কি না, তা নিয়ে সংশয় হয় ৷’’ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সেই উষ্মাপ্রকাশের প্রেক্ষিতেই এদিন সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলেন বিকাশরঞ্জন ভট্টাচার্য (Mamata Banerjee is Main Culprit in Scam) ৷

এ দিন বারাসতে বামপন্থী সরকারি কর্মচারীদের একটি অনুষ্ঠানে আসেন বিকাশরঞ্জন ভট্টাচার্য ৷ তিনি বলেন, ‘‘আমরা তো বারবার বলে এসেছি ৷ নিয়োগ দুর্নীতি নিয়ে ঠিকঠাক তদন্ত হলে মুখ্যমন্ত্রীর নাম মাথা হিসাবে বেরিয় আসবে ৷ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে তারই প্রতিফলন ঘটেছে ৷’’ সিপিআইএম সাংসদ এদিন মুখ্যমন্ত্রীর গ্রেফতারির দাবি তুলে বলেন, ‘‘এত বড় একটা দুর্নীতি, এর পিছনে শুধু শিক্ষামন্ত্রী জড়িত ? এটা হতে পারে না ৷ এটা সরকারি মদতে সংগঠিত দুর্নীতি ৷ মুখ্যমন্ত্রী সবকিছুই জানেন ৷ তাঁকে গ্রেফতার করতে হবে ৷ সেই কথাই তো আমরা বারবার বলে এসেছি ৷’’

মুখ্যমন্ত্রী নিয়োগ দুর্নীতির ‘মাথা’, মমতাকে সরাসরি নিশানা বিকাশের

আরও পড়ুন:প্রাথমিকের নিয়োগ দুর্নীতিতে কি জড়িত আর কোনও প্রভাবশালী, সিবিআই-ইডিকে তদন্তের নির্দেশ হাইকোর্টের

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উল্লেখ করা মন্তব্য নিয়ে বিকাশ বলেন, ‘‘নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী-সহ যাঁরা গ্রেফতার হয়েছেন, তাঁরা সকলেই মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ ৷ তাই বিচারপতির মনে প্রশ্ন আসাটা স্বাভাবিক ৷ মানুষও জানতে চাইছে এই দুর্নীতির পিছনে বড় মাথা কারা ? আর সেটা খুঁজে বের করা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দায়িত্ব ৷’’

ABOUT THE AUTHOR

...view details