পানিহাটি ও কলকাতা, 12 জুন :প্রবল গরমেই বসেছিল 'দই-চিঁড়ের মেলা' ! তাতে যোগ দিয়েছিলেন লাখো মানুষ ৷ মেলার ভিড়ে দমবন্ধ হয়ে প্রাণ গেল অন্তত 4 জনের ৷ প্রত্যেকেরই বয়স 60 বছরের বেশি ৷ ভিড়ের চাপে অসুস্থ হয়ে পড়েন আরও অন্তত 15 জন ৷ ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷
প্রত্যক্ষদর্শীদের একাংশের অভিযোগ, উদ্যোক্তাদের অব্যবস্থার জন্যই মেলায় ভিড় নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি ৷ তার জেরেই ঘটে যায় মর্মান্তিক ঘটনা ৷ যদিও অব্যবস্থার কথা মানতে নারাজ আয়োজকরা ৷ রবিবারের এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর 24 পরগনার পানিহাটি এলাকায় ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পানিহাটির এই মেলার বয়স 506 বছর ৷ গত দু'বছর করোনার কারণে মেলা বন্ধ রাখা হয়েছিল ৷ কিন্তু, এবছর সংক্রমণ অনেকটাই নাগালের মধ্য়ে রয়েছে ৷ সেকথা ভেবেই মেলার আয়োজন করা হয় ৷ স্বাভাবিকভাবেই মেলায় যোগ দিতে মানুষের ঢল নামে ৷ অনেকেই এসেছিলেন দূর-দূরান্ত থেকে ৷ সূত্রের খবর, যে মন্দিরগুলিকে কেন্দ্র করে এই চিঁড়ের মেলার আয়োজন করা হয়, আপাতত সেগুলি বন্ধ রাখা হয়েছে ৷
ঘটনায় মৃতদের মধ্য়ে রয়েছেন এক প্রবীণ দম্পতি ৷ তাঁদের নাম সুভাষ পাল ও শুক্লা পাল ৷ তাঁদের জামাই দেবাশিস বণিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তাঁর শ্বশুর-শাশুড়ি পানিহাটিরই বাসিন্দা ৷ তাঁদের ফ্ল্য়াটের পাশেই রয়েছে ইসকনের মন্দির ৷ রবিবার দই-চিঁড়ের মেলা উপলক্ষেই মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন ওই দম্পতি ৷ সেখানেই গরমে অসুস্থ হয়ে জ্ঞান হারান তাঁরা ৷ পরে তাঁদের মৃত্যু হয় ৷ এছাড়াও, ঘটনাস্থলে আরও এক বৃদ্ধার দেহ দেখা গিয়েছে ৷ পরে অসুস্থ আরও একজনের মৃত্যু হয় ৷ স্থানীয় বিধায়ক নির্মল ঘোষ জানিয়েছেন, প্রবল গরম ও আর্দ্রতার কারণেই পুণ্য়ার্থীরা অসুস্থ হয়ে পড়েন ৷
পানিহাটিতে দই-চিঁড়ের মেলায় চূড়ান্ত বিশৃঙ্খলা ৷ আরও পড়ুন:ট্রেনের সঙ্গে সেলফি নিতে গিয়ে দুর্ঘটনা ! মৃত্যু যুবকের
এই ঘটনা চাউর হতেই তৎপর হয় স্থানীয় প্রশাসন ৷ অসুস্থদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয় ৷ ঘটনাস্থলে পৌঁছে যান সরকারি চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা ৷ অসুস্থদের মধ্যে বেশ কয়েকজনকে সাগর দত্ত স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ বাকি কয়েকজনের চিকিৎসা চলছে বলরাম স্টেট জেনারেল হাসপাতালে ৷
এদিকে, এই ঘটনা জানার পরই টুইটারে শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ তিনি লেখেন, "পানিহাটির ইসকন মন্দিরের দণ্ড মহোত্সবে প্রচণ্ড গরম ও আদ্রর্তায় তিনজনের মৃত্যু হয়েছে ৷ অত্যন্ত দুঃখজনক ঘটনা ৷ পুলিশ কমিশনার এবং জেলাশসক ঘটনাস্থলে গিয়েছেন ৷ সমস্তরকম সাহায্য করছেন তাঁরা ৷"