টাকি, 30 নভেম্বর: জেলা সফরে গিয়ে ফের অচেনা মেজাজে ধরা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee ) ৷ বুধবার তাঁর সফরের শেষ লগ্নে টাকি পর্যটন কেন্দ্রে সারপ্রাইজ ভিজিটে যান মুখ্যমন্ত্রী ৷ এদিন দুপুরে টাকি রাজবাড়ি ঘাট থেকে একটি লঞ্চে করে ইছামতীতে ভ্রমণে বেরোন তিনি। সেখানেই সকলকে চমকে দিয়ে হঠাৎই তিনি লঞ্চের চালকের আসনে বসে পড়েন ৷ পরে লঞ্চের স্টিয়ারিং হাতে তুলে নেন মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee conducts launch boat in Ichamati river) ৷
লঞ্চ থেকে এদিন নদী তীরবর্তী এলাকা চাক্ষুষ করেন রাজ্যের প্রশাসনিক প্রধান । মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর পরিবারের কয়েকজন সদস্য ছাড়াও ছিলেন প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা । জানা গিয়েছে, টাকি পর্যটন কেন্দ্রের উন্নয়নে আর কী কী কাজ করা যায় সেই বিষয়টি প্রশাসনের আধিকারিকদের খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ।
টাকি পর্যটন কেন্দ্র থেকে খাঁ-পুকুরের একটি প্রাথমিক বিদ্যালয়েও এদিন সারপ্রাইজ ভিজিট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কথা বলেন সেখানকার পড়ুয়াদের সঙ্গে । পরে তাঁদের হাতে শীতবস্ত্র তুলে দেন রাজ্যের প্রশাসনিক প্রধান । টাকির ঝটিকা সফর সেরে হেলিকপ্টারে এদিনই কলকাতার উদ্দেশে রওনা হয়ে যান মুখ্যমন্ত্রী (Mamata Banerjee in Taki)৷