বারাসত, 18 এপ্রিল : কোরোনা সংক্রমণ রুখতে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে উত্তর 24 পরগনার জেলা শাসক ও পুলিশ সুপারকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বিশেষ করে বিভিন্ন বাজার ও মুদি দোকানগুলিতে জমায়েত রুখতে উদ্যোগী হওয়ার নির্দেশ দিয়েছিলেন তিনি । প্রয়োজনে সশস্ত্র পুলিশ মোতায়েনেরও নির্দেশ দেওয়া হয়েছিল । মুখ্যমন্ত্রীর সেই নির্দেশের পরও কোথাও পুলিশকে সক্রিয় হতে দেখা গেল । আবার কোথাও উঠল নিষ্ক্রিয়তার অভিযোগ । এমনই দৃশ্য ধরা পড়েছে জেলা সদর বারাসতে ।
বারাসতে বেশ কয়েকটি বড় সবজি ও মাছের বাজার রয়েছে । রয়েছে ছোটো-বড় মিলিয়ে একাধিক মুদি দোকানও । লকডাউন উপেক্ষা করেই গত কয়েকদিন ধরে এই সমস্ত সবজি, মাছের বাজার ও মুদি দোকানগুলিতে ভিড় জমাচ্ছিলেন সাধারণ মানুষ । কোনওরকম সামাজিক দূরত্ব বজায় রাখার বালাই ছিল না । সেই অভিযোগ কানে পৌঁছায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের । এরপরই গতকাল জেলা প্রশাসনকে কড়া হাতে পরিস্থিতির মোকাবিলা করার নির্দেশ দেন তিনি । তারপরই সক্রিয় হয়ে ওঠে পুলিশ প্রশাসন । যদিও, বারাসতের কিছু জায়গায় জমায়েত রুখতে পুলিশকে সক্রিয় হতে দেখা যায়নি বলে অভিযোগ । দেখা যায়নি পুলিশ মোতায়েন করতেও । যদিও, জমায়েত ঠেকাতে সবরকমের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ প্রশাসন ।