শাসন , 28 এপ্রিল : মেছো ভেড়ির খাজনার টাকা আত্মসাতের অভিযোগ ঘিরে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ বাঁধে ৷ শাসনের সহরা গ্রামের ঘটনা । সংঘর্ষে উভয়পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে । বারাসত জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় ৷ দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছেন । অভিযোগ , খতিয়ে দেখছে শাসন থানার পুলিশ ।
ভেড়ির খাজনা ইশুতে শাসনে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ - Lockdown
মেছো ভেড়ির খাজনার টাকা গ্রামের গরিব মানুষের মধ্যে সমপরিমাণে বণ্টন করা হয় । দীর্ঘদিন ধরে এই রীতি চলে আসছে শাসনের সহরা গ্রামে । লকডাউনের ফলে বণ্টনে সমস্যা দেখা দিয়েছে ৷ সেক্ষেত্রে তৃণমূলের এক গোষ্ঠীর অভিযোগ , গরিব মানুষকে খাজনার টাকা বণ্টন না করে সেই টাকা আত্মসাৎ করেছেন তৃণমূলের সহরা গ্রাম কমিটির সভাপতি আসাদুল ইসলাম । এই নিয়েই আজ দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে ৷
স্থানীয় সূত্রে জানা গেছে , মেছো ভেড়ির খাজনার টাকা গ্রামের গরিব মানুষের মধ্যে সমপরিমাণে বণ্টন করা হয় । দীর্ঘদিন ধরে এই রীতি চলে আসছে শাসনের সহরা গ্রামে । এমনিতেই লকডাউনে কাজ হারিয়েছেন অনেকে । ফলে সমস্যায় রয়েছেন গ্রামের গরির মানুষ । এই সময়ে ভেড়ির খাজনার টাকা না পাওয়ায় সমস্যা আরও বেড়েছে । অভিযোগ , গরিব মানুষকে খাজনার টাকা বণ্টন না করে সেই টাকা আত্মসাৎ করেছেন তৃণমূলের সহরা গ্রাম কমিটির সভাপতি আসাদুল ইসলাম । এই অভিযোগ ঘিরে কয়েকদিন ধরেই তাঁর ঘনিষ্ঠদের সঙ্গে স্থানীয় তৃণমূল নেতা মনিরুল মোল্লার বিবাদ চলছিল । আজ বিকেলে সেই বিবাদ চরমে ওঠে । বিবাদ চলাকালীন দুই নেতার ঘনিষ্ঠদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় । লাঠি ,ধারালো অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায় বলে অভিযোগ । তাতে , বেশ কয়েকজন আহত হন । খবর পেয়ে শাসন থানার পুলিশ এসে দু'পক্ষকে সরিয়ে দেয় । এরপর,ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয় ।
এদিকে , আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বারাসত জেলা হাসপাতালে । সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় প্রত্যেককে । স্থানীয় তৃণমূল নেতা মনিরুল মোল্লার অভিযোগ ,"আসাদুল ইসলামের টাকা আত্মসাতের প্রতিবাদ করাতেই তাঁর ঘনিষ্ঠ মসিয়ার রহমান , সাবুর আলি-সহ কয়েকজন পরিকল্পিতভাবে হামলা চালায় গ্রামের লোকজনের ওপর । খাজনার টাকা আত্মসাতের পাশাপাশি পঞ্চায়েতের চালও সে আত্মসাৎ করেছে । হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিক ৷ সেটাই আমরা চাই । পাশাপাশি , আসাদুলের এই দুর্নীতির বিরুদ্ধেও তদন্ত করা হোক ।"
অন্যদিকে , এই অভিযোগ অস্বীকার করে পালটা ওই তৃণমূল নেতা ও তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে হামলার অভিযোগ এনেছেন সহরা গ্রাম কমিটির তৃণমূলের সভাপতি আসাদুল ইসলাম ।
শাসন থানার পুলিশ জানিয়েছে , ঘটনার তদন্ত শুরু হয়েছে । অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে ৷ প্রসঙ্গত , এর আগেও নানা ইশুতে শাসকের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এসেছিল । ফের আজ খাজনার টাকা আত্মসাতের অভিযোগ উঠল ।