গুমা (উত্তর 24 পরগনা), 19 নভেম্বর : কালীপুজোর নিরঞ্জন ঘিরে সংঘর্ষ উত্তর 24 পরগনার হাবড়ার গুমায় ৷ বুধবার রাতের এই ঘটনায় 3 জন জখম হয়েছে ৷ তাদের হাবড়া স্টেট জ়েনেরাল হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ ঘটনায় 2 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে ৷
কালীপুজোর নিরঞ্জন ঘিরে সংঘর্ষ, জখম 3 - উত্তর 24 পরগনা
পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে গুমার মাঠপাড়া এলাকার একটি পুকুরে কালীপুজোর ভাসান চলছিল ৷ সে সময় বারুইপাড়ার পুজো উদ্য়োক্তারা ঠাকুর ভাসান দিয়ে ফিরছিল ৷ তখন অন্য় একটি পুজো কমিটির সদস্য়রা তাদের প্রতিমা নিয়ে ভাসানের জন্য় ঘাটে আসে ৷
![কালীপুজোর নিরঞ্জন ঘিরে সংঘর্ষ, জখম 3 clash_in_kali_puja_immersion_in_north_24_pargana_guma](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-9595426-688-9595426-1605791620396.jpg)
পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে গুমার মাঠপাড়া এলাকার একটি পুকুরে কালীপুজোর ভাসান চলছিল ৷ সেই সময় বারুইপাড়ার পুজো উদ্য়োক্তারা ঠাকুর ভাসান দিয়ে ফিরছিল ৷ তখন অন্য় একটি পুজো কমিটির সদস্য়রা তাদের প্রতিমা নিয়ে ভাসানের জন্য় ঘাটে আসে ৷ রাস্তায় দু’পক্ষের মধ্য়ে হঠাৎই বচসা শুরু হয় ৷ তবে, কী থেকে সেই বচসা তা জানা যায়নি ৷ সেই বচসা ক্রমে ভয়ংকর হয়ে ওঠে ৷ দু’তরফেই শুরু হয় হাতাহাতি এবং শেষে লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে শুরু হয় মারামারি ৷
ধারালো অস্ত্রের আঘাতে 3 জন গুরুতর জখম হয়েছে বলে অভিযোগ জানানো হয়েছে হাবড়া থানায় ৷ অভিযোগের ভিত্তিতে 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷