পানিহাটি, 1 নভেম্বর:পার্টি অফিস তুমি কার ! এই কথাই যেন আরও একবার বড় করে দেখা দিল শাসকদলের দুই কাউন্সিলরের ক্ষেত্রে । পার্টি অফিসের দখল কার হাতে থাকবে ! এই নিয়ে দুই তৃণমূল কাউন্সিলরের বিবাদ এবং হাতাহাতিতে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল উত্তর 24 পরগনার পানিহাটির মহেন্দ্র নগরে (TMC Factionalism in Panihati) । সংঘর্ষে জড়ালেন দুই কাউন্সিলরের অনুগামীরাও । তার জেরে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে ঘোলা থানা থেকে ঘটনাস্থলে ছুটে আসতে হয় বিশাল পুলিশবাহিনীকে । শেষে পুলিশ লাঠি উঁচিয়ে দু'পক্ষকে সরিয়ে দিলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয় ।
তবে চাপা উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন রয়েছে এলাকায় । দু'পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলা এবং পালটা হামলার অভিযোগ এনেছে । সংঘর্ষ, মারধরে উভয়পক্ষের কয়েকজন জখম হয়েছেন বলে দাবি বিবাদমান দুই কাউন্সিলরের (Clash between two TMC councillor about party office) । গোটা ঘটনায় যথেষ্ট অস্বস্তিতে শাসক শিবির । যদিও এই নিয়ে মুখে কুলুপ এটেছে জেলা তৃণমূল নেতৃত্ব ।
জানা গিয়েছে, শাসকদলের দুই কাউন্সিলর স্বপন কুণ্ডু ও টুলুরানী দাসের মধ্যে বিবাদ দীর্ঘদিনের । প্রথমজন পানিহাটি পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর । অপরজন একই পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর । আগে এই 20 নম্বর ওয়ার্ডেরই কাউন্সিলর ছিলেন টুলুরানী দাস । এবারে 21 নম্বর ওয়ার্ডটি মহিলা সংরক্ষিত আসন হয়ে যাওয়ায় বিগত কাউন্সিলর স্বপন কুণ্ডুকে পাশের 20 নম্বর ওয়ার্ডে প্রার্থী করা হয় ।
একইভাবে 20 নম্বর ওয়ার্ড থেকে সরিয়ে বিগত কাউন্সিলর টুলুরানী দাসকে পাশের 21 নম্বর ওয়ার্ডে নিয়ে গিয়ে প্রার্থী করে শাসকদল । ভোটে জিতে দু'জনেই আবারও কাউন্সিলর নির্বাচিত হন । কিন্তু তাতে দ্বন্দ্ব কিংবা বিবাদ কোনওটাই মেটেনি । উল্টে এলাকার কর্তৃত্ব এবং পার্টি অফিসের দখলদারি নিয়ে দুই তৃণমূল কাউন্সিলরের বিবাদ আরও বেড়েছে । সেই বিবাদই সোমবার রাতে চরম আকার নেয় বলে অভিযোগ ।