পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ, উত্তপ্ত শাসন

তৃণমূলের শাসনের খামার নওবাদ গ্রাম কমিটির প্রাক্তন সভাপতি সফিকুল ইসলামের দলে ফেরার প্রক্রিয়া শুরু হতেই বিরোধ বাঁধে ৷ বর্তমান সভাপতি মসিয়ার রহমান তাঁর দলে ফেরার বিরোধিতা করেন বলে অভিযোগ ৷ এই নিয়ে কয়েকদিন ধরেই তাঁদের মধ্যে বিরোধ চলছিল ৷ আজ দুপুরে তা সংঘর্ষের আকার নেয় ৷

তৃণমূল
তৃণমূল

By

Published : Aug 10, 2020, 10:26 PM IST

শাসন, 10 অগাস্ট : তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের অভিযোগে উত্তপ্ত উত্তর 24 পরগনার শাসন ৷ বাইকের পাশাপাশি কয়েকটি বাড়িতেও ভাঙচুর চালানো হয় ৷ ঘটনাস্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ৷

জানা গেছে, তৃণমূলের শাসনের খামার নওবাদ গ্রাম কমিটির প্রাক্তন সভাপতি সফিকুল ইসলামের দলে ফেরার প্রক্রিয়া শুরু হতেই বিরোধ বাঁধে ৷ বর্তমান সভাপতি মসিয়ার রহমান তাঁর দলে ফেরার বিরোধিতা করেন বলে অভিযোগ ৷ এই নিয়ে কয়েকদিন ধরেই তাঁদের মধ্যে বিরোধ চলছিল ৷ কিন্তু আজ দুপুরে তা সংঘর্ষের আকার নেয় ৷ অভিযোগ, মসিয়ারের অনুগামীরা সফিকুলের বাড়িতে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে ৷ তার প্রতিবাদ করতেই শুরু হয় গন্ডগোল ৷

সফিকুলের অভিযোগ, তাকে মারধর করা হয় ৷ হামলা চালানো হয় বাড়িতেও ৷ বাড়ির জানালার কাচ, আসবাবপত্র ও বাইকে ভাঙচুর করে হামলাকারীরা ৷ তিনি বলেন, "দলে ফিরতে চেয়ে আবেদন করাতেই এই হামলা চালানো হয়েছে ৷ ঘটনার পিছনে হাত রয়েছে গ্রাম কমিটির বর্তমান সভাপতি মসিয়ার রহমান ও দলের পর্যবেক্ষক ইলিয়াস রহমানের ৷ গোটা ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে ৷ দলের নজরেও বিষয়টি আনব ৷"

যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছেন খামার নওবাদ গ্রামের তৃণমূলের পর্যবেক্ষক ইলিয়াস রহমান ৷ তিনি বলেন,"মিথ্যা অভিযোগ করছেন সফিকুল । পুরোনো রাগের কারণে তিনি এই ধরনের অভিযোগ করছেন ৷ এই ঘটনার সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই ৷"

ABOUT THE AUTHOR

...view details