খড়দা, 29 অক্টোবর : মোবাইলে ফোনে পাড়ার কিশোরদের গেম খেলা নিয়ে ঝগড়া ঘিরে উত্তপ্ত হয়ে উঠল খড়দার রহড়া রুইয়াপাড়া এলাকা। জনতার ছোড়া ইটের আঘাতে মাথা ফাটল পুলিশকর্মীর। পালটা পুলিশের লাঠির ঘায়ে জখম হয়েছেন কয়েকজন । যার প্রতিবাদে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান স্থানীয়রা ।
খড়দার রহড়া রুইয়ায় বুধবার রাতে মোবাইলে গেম খেলা নিয়ে একদল কিশোরের মধ্যে গোলমাল হয় । সেই গোলমাল মেটাতে রাতেই স্থানীয় একটি ক্লাবে সালিশিসভা ডাকেন স্থানীয়রা । আর সেই সালিশিসভাতেই ফের গোলমাল হয় । সেই ঝামেলা হাতাহাতির পর্যায়ে গেলে সেখানকার একজন রহড়া থানায় ফোন করেন । খবর পেয়ে ঘটনাস্থানে যায় পুলিশ। তবে পুলিশের সামনেই দু'দলের মধ্যে গোলমাল চলতে থাকে। পুলিশ ক্লাবঘরে ঢুকতেই তাদের ওপর চড়াও হয় কয়েকজন। শুরু হয় ধাক্কাধাক্কি । পুলিশকে লক্ষ্য় করে ইটও ছোড়া হয় । হামলাকারীদের ছোড়া ইটের আঘাতে জখম হন এক পুলিশকর্মী । এরপর পালটা পুলিশও লাঠিচার্জ করে।
মোবাইলে গেম খেলা নিয়ে বিবাদ, উত্তপ্ত রহড়া পরে জখম পুলিশকর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখনকার মত পুলিশ সেখান থেকে ফিরে যায় । রাত দেড়টা নাগাদ বিশাল বাহিনী নিয়ে আবারও পুলিশ এলাকায় ঢোকে । অভিযোগ, পুলিশ তল্লাশির নামে কয়েকটি বাড়িতে ঢুকে ভাঙচুর চালায় । অভিযোগ, প্রতিবাদ করতে গেলে মারধর করা হয় কয়েকজন মহিলাকেও । 15 জনকে গ্রেপ্তার করা হয় ।
পুলিশি হামলার প্রতিবাদে আজ সকালে স্থানীয় বাসিন্দারা রহড়া থানার সামনে বিক্ষোভ দেখান। সেখানেও পুলিশ লাঠি উঁচিয়ে বিক্ষোভকারীদের তাড়া করে । তবে, পুলিশের উপর হামলার ঘটনার কথা অস্বীকার করেছেন স্থানীয় বাসিন্দারা ৷
ফিরোজা খাতুন নামে স্থানীয় এক মহিলা বলেন, রাতে পাড়ার ক্লাবে তা নিয়ে মীমাংসা বৈঠক হচ্ছিল। আচমকা সেখানে পুলিশ ঢুকে পড়ে। কোনও প্ররোচনা ছাড়াই পুলিশ লাঠিচার্জ শুরু করে। তখন সবাই দৌড়ে পালানোর চেষ্টা করে। দৌড়াদৌড়ির সময় ধাক্কা লেগে একজন পুলিশকর্মী পড়ে যান এবং তাঁর মাথা ফেটে যায়।