পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পুলিশ-BJP সংঘর্ষে ধুন্ধুমার ভাটপাড়া, মাথা ফাটল অর্জুনের - পুলিশ-BJP সংঘর্ষ

ফের রণক্ষেত্র ভাটপাড়ার জগদ্দল । এলাকায় পুলিশ ও BJP কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় । যার জেরে মাথা ফেটে যায় অর্জুন সিংয়ের ।

অর্জুন সিং

By

Published : Sep 1, 2019, 3:20 PM IST

Updated : Sep 1, 2019, 3:46 PM IST

ভাটপাড়া, ১ সেপ্টেম্বর : ফের রণক্ষেত্র ভাটপাড়ার জগদ্দল । এলাকায় পুলিশ ও BJP কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় । যার জেরে মাথা ফেটে যায় অর্জুন সিংয়ের ।

ঘটনাস্থানের ভিডিয়ো

আজ সকালে শ্যামনগরে পার্টি অফিস দখলকে কেন্দ্র করে তৃণমূল ও BJP-র মধ্যে সংঘর্ষ হয় । পার্টি অফিস দখলের প্রতিবাদে বিভিন্ন জায়গায় পথ অবরোধ শুরু করে BJP । সার্কাস মোড়ে যখন অবরোধ চলছিল তখন পুলিশ সেখানে যায় । অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে BJP কর্মীদের খণ্ডযুদ্ধ বাধে । অভিযোগ, পুলিশ লাঠিচার্জ করে । এলাকায় ব্যাপক বোমাবাজি হয় । জখম হন একাধিক পুলিশ ও BJP কর্মী । লাঠির ঘায়ে সাংসদ অর্জুন সিংয়ের মাথা ফেটে যায় । প্রাথমিক চিকিৎসার পর তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ BJP-র অভিযোগ, পুলিশের লাঠির ঘায়ে মাথা ফেটেছে ।

আরও পড়ুন : দলীয় কার্যালয় দখল নিয়ে BJP-তৃণমূল সংঘর্ষ, ভাঙচুর অর্জুনের গাড়ি

ঘটনার পর অর্জুন সিংয়ের বাড়ি ঘিরে রেখেছে পুলিশ । ঘটনার ছবি তুলতে গেলে সাংবাদিকদের মারধর ও বাধা দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে ।

Last Updated : Sep 1, 2019, 3:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details