পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

স্কুলে প্রধান শিক্ষক ও সহ শিক্ষিকার মারামারি - স্কুলের মধ্যে প্রধান শিক্ষকের সঙ্গে শিক্ষিকার মারামারি

প্রধান শিক্ষিক ও এক শিক্ষিকার মারামারিতে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা স্কুলঘরে আটকে রাখেন দুজনকেই ৷ পরে পুলিশে খবর দিলে তাঁদের উদ্ধার করা হয় ৷ এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় উত্তর 24 পরগনার বনগাঁর উত্তর কালুপুর আনন্দ সংঘ প্রাথমিক স্কুলে।

clash between  head teacher and female co-teacher
প্রধান শিক্ষক ও সহ শিক্ষিকার মারামারি

By

Published : Jan 9, 2021, 10:54 PM IST


বনগাঁ, 9 জানুয়ারি : স্কুলের মধ্যেই প্রধান শিক্ষিক ও শিক্ষিকার মারামারির অভিযোগ উঠল। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বনগাঁর উত্তর কালুপুর আনন্দ সংঘ প্রাথমিক স্কুলে। বিবদমান প্রধান শিক্ষক ও সহশিক্ষিকার নাম অক্ষয়কুমার বিশ্বাস ও ইতিকা বালা বাইন। ঘটনার জেরে স্কুল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই ঘটনায় ক্ষুব্ধ পড়ুয়াদের অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা ওই দুই শিক্ষক-শিক্ষিকাকে স্কুলঘরে আটকে রেখে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে তাঁদের মুক্ত করে৷

সহ শিক্ষিকার অভিযোগ, প্রধান শিক্ষক তাঁকে উত্ত্যক্ত করেন। কুপ্রস্তাব দেন। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আনন্দ সংঘ প্রাথমিক বিদ্যালয়ে শতাধিক ছাত্র-ছাত্রী রয়েছে। অভিযুক্ত শিক্ষিকা প্রায় 10 বছর ধরে স্কুলে শিক্ষকতা করছেন। বছর তিনেক হল অক্ষয়বাবু প্রধান শিক্ষক হিসেবে স্কুলে যোগদান করেছেন৷ ওই প্রধান শিক্ষক ও শিক্ষিকা মাঝেমধ্যেই স্কুলের মধ্যে মারামারি করেন ৷ স্থানীয় বাসিন্দা লতিকা মণ্ডল বলেন, 'প্রধান শিক্ষক ও ওই শিক্ষিকার মধ্যে প্রায়ই অশান্তি হয়। আজ আচমকা দু'জনে মারামারিতে জড়িয়ে পড়েন। আমরা তাঁদের আটকে রেখে পুলিশে খবর দিয়েছি। আমাদের কাছে ঘটনাটি অত্যন্ত লজ্জার। কী শিখবে ছাত্রছাত্রীরা?'


খবর পেয়ে এদিন স্কুলে আসেন শিক্ষিকার স্বামী শ্রীবাস বাইন। তিনি বলেন, 'প্রধান শিক্ষক আমার স্ত্রীকে দীর্ঘদিন উত্যক্ত করে। আমরা থানায় অভিযোগ জানিয়ে ছিলাম। তারপরও প্রধান শিক্ষক আমার স্ত্রীর সঙ্গে সম্পর্ক করার জন্য চাপ সৃষ্টি করত। স্কুলের অন্য শিক্ষকরা এ বিষয়ে মুখ খোলেননি। এ বিষয়ে বনগাঁ থানায় শনিবার সন্ধ্যা পর্যন্ত লিখিত অভিযোগ দায়ের করেনি কোনও পক্ষই। প্রধান শিক্ষকও মুখ খোলেননি।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details