বনগাঁ (উত্তর 24 পরগনা) : রক্তদান শিবিরের আয়োজনকে কেন্দ্র করে ফের প্রকাশ্যে এল বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব ৷ জানা গিয়েছে, বনগাঁ সাংগঠনিক জেলা আয়োজিত রক্তদান শিবিরে রাজ্য ও জেলা নেতৃত্বের নাম ও ছবি ছিল না ৷ যা নিয়ে সাংগঠিক জেলার নেতৃত্বের একাংশের দাবি, রক্তদান শিবিরের কথা তাদের জানা ছিল না ৷ এমনকি বিজেপির অনুষ্ঠান নয় বলে জানিয়েছেন বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি। যদিও, আজকের এই রক্তদান শিবির আয়োজনের দায়িত্বে ছিলেন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডল ৷ তিনি দাবি করেছেন, জেলা নেতৃত্ব এই রক্তদান শিবির সম্পর্কে সব জানতেন ৷ আর তাঁর এই বক্তব্যের পরেই প্রকাশ্যে চলে আসে বনগাঁয় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব ৷
রবিবার উত্তর 24 পরগনার গাইঘাটার চাঁদপাড়া বাজারে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে বিজেপি-র চাঁদপাড়া মণ্ডল-1 এর পক্ষ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল ৷ অনুষ্ঠান মঞ্চের ব্যানারে এক পাশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরের ছবি এবং অন্য পাশে বনগাঁ লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধানসভা কেন্দ্রের আমন্ত্রিত বিজেপি বিধায়কদের নাম ছিল । কিন্তু, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং সাংগঠনিক জেলার সভাপতি মনস্পতি দেবের নাম ও ছবি ছিল না । আর এই ব্যানার নিয়েই প্রকাশ্যে চলে এসেছে বনগাঁ বিজেপির ভিতরের কোন্দল ৷
দিনকয়েক আগে বনগাঁয় সাংগঠনিক বৈঠক করেছিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ । সেই বৈঠকে হাজির ছিলেন না বনগাঁ লোকসভার সাংসদ শান্তনু ঠাকুর ৷ উপস্থিত ছিলেন না আজকের রক্তদান শিবিরে অংশ নেওয়া অধিকাংশ নেতাই । যা নিয়ে বনগাঁর রাজনীতিতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের বিষয় নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছিল । এদিনের রক্তদান শিবির উদ্বোধন করেন সাংসদ শান্তনু ঠাকুর ৷ যদিও কিছু সময় পরে তিনি সেখান থেকে চলে যান । অনুষ্ঠান মঞ্চে দেখা যায় বারাসত সাংগঠনিক জেলার সভাপতি শঙ্কর চট্টোপাধ্যায়-সহ একাধিক বিজেপি নেতাদের ।