পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাংলাদেশি মহিলাকে সীমান্ত পার করানোর চেষ্টা, গ্রেপ্তার অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার - গ্রেপ্তার সিভিক ভলান্টিয়ার

ওই সিভিক ভলান্টিয়ার পাঁচ হাজার টাকার বিনিময়ে সীমান্ত পার করার কথা বলে ওই গৃহবধূকে হাকিমপুর এলাকায় ছেড়ে দিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ । গতকাল বিকেলে হাকিমপুর সীমান্ত এলাকা দিয়ে মহিলাকে ঘোরাঘুরি করতে দেখে তাকে আটক করে BSF-র 112 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা ।

গ্রেপ্তার সিভিক ভলান্টিয়ার
গ্রেপ্তার সিভিক ভলান্টিয়ার

By

Published : Sep 10, 2020, 7:31 AM IST

বসিরহাট, 10 সেপ্টেম্বর : বাংলাদেশি মহিলাকে বেআইনিভাবে সীমান্ত পারপারের চেষ্টার অভিযোগ ৷ ঘটনায় এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করল সীমান্তরক্ষী বাহিনী । আটক করা হয়েছে বাংলাদেশি মহিলাকেও । উত্তর 24 পরগনার স্বরূপনগর থানার হাকিমপুর সীমান্তের ঘটনা । ধৃত সিভিক ভলান্টিয়ায়ের নাম বিজয়কুমার সাহা । সে স্বরূপনগর থানায় কর্মরত । তার বাড়ি বিথারী গ্রাম পঞ্চায়েত এলাকায় । আটক মহিলার নাম আয়না বিবি । তার বাড়ি বাংলাদেশের খুলনা জেলার তেরোখেদা গ্রামে ।

পুলিশ ও BSF সূত্রে জানা গিয়েছে , ওই সিভিক ভলান্টিয়ার বিজয় পাঁচ হাজার টাকার বিনিময়ে সীমান্ত পার করার কথা বলে ওই গৃহবধূকে হাকিমপুর এলাকায় ছেড়ে দিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ । গতকাল বিকেলে হাকিমপুর সীমান্ত এলাকায় মহিলাকে ঘোরাঘুরি করতে দেখে তাকে আটক করে BSF-র 112 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা । জেরায় ওই মহিলা জানায়, এক সিভিক ভলান্টিয়ার তার কাছ থেকে 5000 টাকা নিয়েছে । তার বিনিময়ে সীমান্ত পার করিয়ে দেওয়ার কথা বলেছিল । কিন্তু সীমান্ত এলাকায় তাকে ছেড়ে দিয়ে চলে যায় ।

BSF-র পক্ষ থেকে ওই ভলান্টিয়ারকে মহিলার সামনে নিয়ে আসা হলে সে তাকে চিনতে পারে ৷ তারপরই BSF ওই সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করে । রাতেই ওই দুইজনকে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দিয়েছে BSF ৷

ABOUT THE AUTHOR

...view details