আমডাঙা, 14 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 এর প্রতিবাদে হওয়া মিছিলকে ঘিরে ফের উত্তপ্ত হল উত্তর 24 পরগনার আমডাঙা । মিছিলে অংশগ্রহণকারীদের উপর গরম তেল ছেটানোর অভিযোগ উঠল । এই অভিযোগ উঠেছে এক চপ বিক্রেতার বিরুদ্ধে । এই ঘটনায় জখম হয়েছেন 6 জন । তাঁদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর । আহতদের বারাসত স্টেট জেনেরাল হাসপাতালে ভরতি করা হয়েছে । ঘটনার জেরে ক্ষুব্ধ বিক্ষোভকারীরা ওই চপ বিক্রেতার অস্থায়ী দোকানে আগুন ধরিয়ে দেয় । আশপাশের কয়েকটি দোকানেও ভাঙচুর করা হয়েছে । আজ সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে আমডাঙার সন্তোষপুর মোড়ে । ঘটনার পর থেকে পলাতক ওই চপ বিক্রেতা ।
আগুন নিয়ন্ত্রণে আনতে বারাসত থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থানে আসে । সেখানে যান জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিশ্বচাঁদ ঠাকুর । এই ঘটনায় জখম হয়েছেন, তৌফিক মণ্ডল, সরিফুল ইসলাম, হাবিল লস্কর, সিরাজুল মণ্ডল সহ আরও দুই জন । শনিবার বিকেলে এলাকায় নাগরিকত্ব আইনের বিরোধিতা করে মিছিল চলছিল । মিছিলে ছিলেন আমডাঙা, বোদাই, রায়পুর, সাধনপুর, রাহানা, আওয়ালসিদ্ধি, সোনাডাঙা এলাকার বাসিন্দারা ।
সন্তোষপুর মোড়ে রাস্তার ধারে চপ ভাজছিলেন আমডাঙার কামদেবপুরের ঠাকুরবাড়ির বাসিন্দা ওই বিক্রেতা । মিছিলে অংশ নেওয়া কয়েকজন চপ বিক্রেতার দোকানে গিয়ে জল চায় । তখন দোকানদারের সঙ্গে বচসা বাধে তাঁদের । অভিযোগ, তখন ওই চপ বিক্রেতা গরম তেল ঢেলে দেন কয়েক জনের ওপর ।