পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হাড়োয়ায় আটকে সার্কাসের দল, ঘরে ফেরানোর আর্জি - Circus team stuck in Harowa of uttar 24 pargana

উত্তর 24 পরগনার হাড়োয়ার সোনাপুকুরে পির গোরাচাঁদ মেলায় তাঁবু ফেলেছিল ওই সার্কাসের দল । 28 ফেব্রুয়ারি থেকে হাড়োয়া সেতু সংলগ্ন সার্কাস ময়দানে একমাস থাকার কথা ছিল দলটির । কিন্তু মেলা চলাকালীনই লকডাউন ঘোষিত হয় । তারপর থেকে হাড়োয়াতেই আটকে রয়েছে সার্কাস দলটি ।

লকডাউনে হাড়োয়ায় আটকে পড়েছে সার্কাসের দল
লকডাউনে হাড়োয়ায় আটকে পড়েছে সার্কাসের দল

By

Published : Apr 12, 2020, 9:27 PM IST

হাড়োয়া, 12 এপ্রিল: মেলা উপলক্ষ‍ে বসেছিল সার্কাস । মেলা চলতে চলতেই কোরোনার বাড়বাড়ন্ত আর তার জেরে লকডাউন । ফলে উত্তর 24 পরগনার হাড়োয়াতে আটকে পড়েছে একটি সার্কাস দল । সার্কাস বন্ধ থাকায় আর্থিক সমস্যার মধ্যে রয়েছে পুরো দলটি । এই অবস্থায় বাড়ি ফিরতে চেয়ে প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছেন সার্কাস শিল্পীরা ।

উত্তর 24 পরগনার হাড়োয়ার সোনাপুকুরে পির গোরাচাঁদ মেলায় তাঁবু ফেলেছিল ওই সার্কাসের দল । দলের সদস্য সংখ্যা 45 জনের মতো । মেলা উপলক্ষ‍ে 28 ফেব্রুয়ারি থেকে হাড়োয়া সেতু সংলগ্ন সার্কাস ময়দানে একমাস থাকার কথা ছিল দলটির । কিন্তু মেলা চলাকালীনই লকডাউন ঘোষিত হয় । তারপর থেকে হাড়োয়াতেই আটকে রয়েছে সার্কাস দলটি । দলে মহিলাও রয়েছেন । কয়েকজনের বাড়ি দলের বেলঘরিয়া, বনগাঁ ও কাটোয়ায় । বাকিরা উত্তরপ্রদেশ, বিহার ও ঝাড়খণ্ডের বাসিন্দা ।

রোজগার বন্ধ থাকায় একপ্রকার অনাহারে দিন কাটাতে হচ্ছে সার্কাস শিল্পীদের । দলের সঙ্গে থাকা পাখি ও জীবজন্তুদের জন্যও খাবারের ব্যবস্থা নেই । পাশাপাশি লকডাউন জারি হওয়ার পর সার্কাসের তাঁবু খুলে ফেলতে হয়েছে । ফলে কার্যত খোলা আকাশের নীচে তাঁদের দিন কাটাতে হচ্ছে 45 জন মানুষকে । এই অবস্থায় ঘরে ফিরতে চাইছেন সকলে । সার্কাস দলের সদস্য রাধাকান্ত ঘোষ বলেন, "ঘরে ফিরতে চাই । কিন্তু লকডাউনের জন্য পারছি না । সরকার যাতে বাড়ি ফেরার ব্যবস্থা করে দেয় তা জানিয়ে ব্লক অফিসে আবেদন করেছি ।"

স্থানীয় পঞ্চায়েত থেকে ওই সার্কাস দলের জন্য কিছু খাবারের ব্যবস্থা করা হয়েছিল । যদিও তা পর্যাপ্ত নয় । এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েত প্রধান ফরিদ জমাদার জানিয়েছেন, "আমরা কিছু খাবারের ব্যবস্থা করেছিলাম । সমস্যা থাকলে আরও ব্যবস্থা করে দেব । এলাকার সবাই ওঁদের পাশে রয়েছেন।"

ABOUT THE AUTHOR

...view details